আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে শাহবাগ ছেড়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছেন ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য।
শনিবার (১০ মে) রাতে সেখানে আন্দোলনরত নেতারা বলেছেন, ‘আমাদের আল্টিমেটাম শেষ হয়েছে। আমরা সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ইতিবাচক বার্তা পাইনি। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
তারা আরও জানান, সরকার যদি দাবি না মানে, তাহলে আন্দোলনের মাত্রা আরও তীব্র করা হবে।
এর আগে শুক্রবার (৯ মে) রাতে শাহবাগে এক সংবাদ সম্মেলনে ৩ দফা দাবি সামনে রেখে গণজমায়েত কর্মসূচির ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সেই সঙ্গে দাবি আদায়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের কথাও জানান তিনি।
এর অংশ হিসেবে শনিবার বিকেল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিতে থাকে ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ছাড়াও ছাত্র-জনতা। সন্ধ্যা পর্যন্ত দাবি আদায়ে অনড় অবস্থানের পাশাপাশি নানা স্লোগান দিতে দেখা গেছে তাদের।
Leave a Reply