কেরানীগঞ্জ (ঢাকা) : নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কে গ্রেফতার করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
আজ সোমবার (২৬ মে) রাত ৯টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর চৌধুরী পাড়া থেকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, তরিকুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ড নিয়মিত গোপনে চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যুক্ত থেকে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র করছে।
এবিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-আমীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।