1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু, আহত ২ জামায়াতের আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন, বাসায় ফিরবেন ৭ দিনের মধ্যে কেরানীগঞ্জে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের বেল প্রদান ও কারাতে প্রদর্শনী মিটফোর্ড হাসপাতালের পকেট গেট খুলে দেয়ার দাবিতে মানববন্ধন হৃদরোগে আক্রান্ত জামায়াত আমির, বাইপাস সার্জারির পরামর্শ ঢাকা জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি কেরানীগঞ্জের  রাজধানীর ফার্মগেটে দোতলা বাসের এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে ধাক্কা গাজামুখী মানবিক সহায়তাবাহী জাহাজ ‘হানদালা’-তে ইসরায়েলি হামলা মাইলস্টোনে নিহতের সংখ্যা নিয়ে গুজব

হাট শেষে ৭২ ঘন্টা পরেও সরানো হয়নি বাঁশ খুঁটি ও বর্জ্য

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
কেরানীগঞ্জ (ঢাকা) : কোরবানির ৭২ ঘণ্টা পার হলেও এখনো অপসারণ করা হয়নি অস্থায়ী পশুর হাটের বর্জ্য ও বাঁশ খুঁটি। সরকারি নির্দেশনা অনুযায়ী কোরবানির ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের কথা থাকলেও হাটগুলোতে তা মানা হয়নি। ফলে এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগানগর ইউনিয়নের আমবাগিচা, জিনজিরা এবং হাসনাবাদ রোডে স্থাপিত পশুর হাটের বর্জ্য এখনো রাস্তার উপর ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। হাট শেষ হয়ে যাওয়ার পরও রাস্তার ওপর থাকা বাঁশ ও খুঁটি সরানো হয়নি, ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে যানজটের পাশাপাশি মশা-মাছির উপদ্রবও বেড়েছে।
সোমবার বিকালে সরজমিনে গিয়ে দেখা, আগানগর আমবাগিচা মাঠে লাগানো বাঁশখুটির একটিও খুলে নেওয়া হয়নি। বাবুবাজার ব্রিজের নিচে রাস্তার উপর বাঁশ এখনো লাগানো রয়েছে। হাটের ভেতরে থাকা গোবর ও কাদা মিশ্রিত খড় ও গো-খাদ্যের উচ্ছিষ্ট সরাসরি বুড়িগঙ্গা নদীতে ফেলে নদী দূষণ করা হচ্ছে। কদমতলী এলাকায় বাবুবাজার ব্রিজের ঢালে লায়ন মার্কেটের উল্টোপাশে মহাসড়কের ওপর রাখা হয়েছে ময়লার স্তূপ।
একই অবস্থা জিনজিরা ও হাসনাবাদ হাটে। সেখানেও জনি টাওয়ারের সামনে সড়কের ওপর রাখা হয়েছে জিনজিরা হাটের ময়লার স্তূপ। হাসনাবাদ কন্টেইনার রোডে স্থাপিত অস্থায়ী পশুর হাটের ময়লা সরাসরি ফেলা হচ্ছে বুড়িগঙ্গা নদীতে। রাস্তার বাঁশ-খুটি এখনো রয়েছে এতে যান চলাচল ব্যাহত হচ্ছে।
স্থানীয় রিকশাচালক মোঃ শহীদ বলেন, “হাট শেষ হলেও বাঁশ-খুঁটি না খোলায় অনেক রাস্তা বন্ধ রয়েছে। চলাচল করতে অনেক কষ্ট হচ্ছে।”
আমবাগিচা এলাকার বাসিন্দা এবছরের এইচএসসি পরীক্ষার্থী তাহমিনা খান জেসি বলেন, “এইচএসসি পরীক্ষা সামনে। পড়াশোনায় মন বসাতে পারছি না। চারপাশে মশার উপদ্রব অনেক বেড়েছে। আর হাটের গোবরের উটকো গন্ধে বমি বমি লাগে, কিছুতেই মনোযোগ ধরে রাখতে পারছি না।”
এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকের অভিযোগ, প্রতি বছরই ঈদের পর এমন পরিস্থিতি দেখা যায়। কিন্তু যথাযথ পদক্ষেপ না নেওয়ায় সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। তারা দ্রুত বর্জ্য অপসারণ ও রাস্তা মুক্ত করার দাবি জানান।
এ বিষয়ে জিনজিরা হাটের ইজারাদার মোজাদ্দেদ আলী বাবু বলেন, আমরা ময়লা পরিষ্কার করার জন্য লোককেদের সাথে চুক্তি করে তাদেরকে টাকা দিয়ে দিয়েছি কিন্তু তারা শর্ত মোতাবেক কাজ করেনি। এতে একটু জনভোগান্তি হচ্ছে স্বীকার করে তিনি বলেন দুই-একদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। না হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ শতাংশ টাকা রেখে দেয়া হয়েছে, সেটা দিয়ে উপজেলা প্রশাসন নিজেরাই পরিষ্কার করে নিবে।
আগানগর হাটের ইজারাদার আরশাদ রহমান সপুর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনিও ব্যর্থতার দায় পরিষ্কার পরিচ্ছন্নতাকর্মীদের উপর চাপিয়ে দিয়ে বলেন, আমরা অনেক বছর হাট-ঘাটের ইজারা নেইনি তাই এ বিষয়টি এটা সমন্বয়ের অভাব রয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মীরা চেষ্টা করছে দ্রুত সম্ভব এগুলো অপসারণ হয়ে যাবে। আর মহাসড়কের পাশে মায়লার স্তুপ আগামীকাল আমি নিজে গিয়ে সরিয়ে ফেলবো।নদীতে ময়লা আবর্জনা ফেলার বিষয়টা আমি অবগত নই।
সার্বিক বিষয়ে জানতে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি তা রিসিভ করেননি। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও তার কোন জবাব দেননি তিনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews