1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন

কক্সবাজারে ১০দিন মেয়াদী টিডিপি মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

নিজস্ব সংবাদদাতা:

কক্সবাজার জেলার চকরিয়া ও সদর উপজেলায় ১০ দিনব্যাপী চলমান টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ জুন) কক্সবাজার জেলার ২টি উপজেলায় ১০ দিন ব্যাপী টিডিপি মৌলিক প্রশিক্ষণ সফল ভাবে সম্পন্ন হয়। এছাড়া সদর উপজেলায় ১০ দিনব্যাপী চলমান টিডিপি মৌলিক প্রশিক্ষণের (তৃতীয় ধাপ) সমাপনী অনুষ্ঠিত হয়।

 

এসময় কক্সবাজার জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলাম এর সভাপত্বিতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম ও পার্বত্য রেঞ্জ এর উপ-মহাপরিচালক ড. মো: সাইফুর রহমান, বিভিএম (বার), পিএএমএস।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কক্সবাজার আনসার ব্যাটালিয়ন (১ এবিএন) এর পরিচালক রাজীব হোসাইন ও পৌর প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিমুল এহসান মানিক।

 

প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্য করে প্রধান অতিথি বলেন, নিজ নিজ এলাকার সামাজিক অপরাধ, অস্থিরতা ও সহিংসতা রোধ, বাল্য বিবাহ রোধ এবং মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এছাড়া নির্বাচন ও পূজায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি সামাজিক বনায়নের উপর অধিক গুরুত্ব দিতে উৎসাহ দেন এবং প্রশিক্ষনার্থীদের মাঝে গাছে চারা প্রদান করেন।

 

অনুষ্ঠান শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews