কেরানীগঞ্জ (ঢাকা):
আমাদের দেশের যারা প্রবাসী আছেন সেই প্রবাসীদের প্রায় ১ কোটি ১০ লক্ষ ভোটার বাহিরে তাদের ভোট নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন, ঢাকা জেলা জামায়াতে ইসলামী আমির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
বরিবার বিকেলে কেরানীগঞ্জ উপজেলার কদমতলী গোলচত্ত্বর এলাকায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
আগামি ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ সফল করতে ঢাকা জেলা জামায়াতের উদ্যোগে সমাবেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আগে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
প্রধান অতিথি বক্তব্যে ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আগামী ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ সফল ও বাস্তবায়ন করতে নেতা কর্মী ও জনগনকে আহবান জানান। তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের জন্য কাজ করে যাচ্ছে। জামায়াত ইসলামীর ১৯ জুলাই সাতটি মৌলিক দাবি নিয়ে সমাবেশ করবেন। জাতীয় নির্বাচনে লেভেল প্লেন ফিল্ড নিশ্চিত সরকারি প্রতি আহ্বান জানানো হবে। জাতীয় নির্বাচনের পরিবেশ যদি এক রকম না হয় তবে জাতীয় নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা যাবে না। তিনি বলেন জামায়াত ইসলামীর এই দাবি পূরণে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ২০২৪ সালের জুলাই আগস্ট এর যে গণহত্যা করা হয়েছে জুলাই আগস্টে গণহত্যাসহ সকল গণহত্যার সুষ্ঠু বিচার করতে হবে। এই বিচার যদি করা না হয় এই বাংলাদেশ আবার পিছিয়ে পড়বে। পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন দিলে এ দেশের জনগণ লাভবান হবে। একটি সরকার যখন গঠন হবে ভোটের পার্সেন্টিজের ভিত্তিতে প্রতিটি দলের প্রতিনিধিত্ব কায়েম হবে। আর কোন দলই আর আন্দোলন করে ওই সরকারকে হঠাতে পারবে না। তিনি বলেন তখন জনগণের অকল্যাণ হয় জনগণের দুর্ভোগ হয় এই ধরনের আন্দোলন সংগ্রাম আর বাংলাদেশে হবে না। তাই এজন্য পিআর পদ্ধতি নির্বাচন হওয়া উচিত। আমাদের দেশের বিদেশে যারা প্রবাসী আছেন সেই প্রবাসীদের প্রায় ১ কোটি ১০ লক্ষ ভোটার বাহিরে তাদের ভোট নিশ্চিত করতে হবে।
ঢাকা জেলা জামায়তের নায়েবে আমির ঢাকা ৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক শাহিনুর ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শূরা সদস্য ও ঢাকা-২ আসনের এমপি প্রার্থী ইন্জিনিয়ার তৌফিক হাসান। দক্ষিণ কেরানীগঞ্জ থানা জামাতের আমির জেলা কোন পরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, ডাক্তার এমাদুলসহ জেলা জামায়াতের নেতৃবৃন্দ ।