কেরানীগঞ্জ (ঢাকা):
ঢাকার কেরানীগঞ্জে কোটি টাকা মূল্যের ৩৭ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীসহ মোট চারজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১০।
মঙ্গলবার ভোরে ঢাকা-মাওয়া মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো:—জ্যোতি খাতুন (২৫), রানা বেগ (৩৫), সোহেল মোল্লা (৩৩) ও শান্তা ইসলাম (২৫)। এদের মধ্যে জ্যোতি খাতুন ও রানা বেগ স্বামী-স্ত্রী। তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা ও ৬টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই ) বিকালে র্যাব-১০ এর সদর দপ্তর কেরানীগঞ্জ ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-১০ সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনোয়ার হোসেন।
তিনি সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে কক্সবাজার থেকে নিউ বলেশ্বর নামক একটি এসি বাসে করে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবার একটি বড় চালান নিয়ে কেরানীগঞ্জ হয়ে মাওয়ার দিকে যাচ্ছে।
এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে অভিযান চালানো হয়। পরে বলেশ্বর পরিবহনের একটি এসি বাস থামিয়ে তল্লাশি চালিয়ে দুই নারী ও দুই পুরুষের শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা। তাদের দাবি, উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ১১ লাখ টাকা। র্যাব জানায়, এ চক্র দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে রাজধানীসহ আশপাশে সরবরাহ করে আসছিল।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।