ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে এক ভূমিদস্যু ও এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের একটি নিয়মিত টিম এ অভিযান পরিচালনা করেন।
ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে ও কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—আলী হোসেন (৪০) ও উজ্জ্বল খান (৪৪)।
পুলিশ জানায়, আলী হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অন্যদিকে উজ্জ্বল খান স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন।
অভিযানকালে তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৩৩ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় সন্ত্রাস, দখলদারিত্ব ও চাঁদাবাজির মতো অপরাধ দমনে পুলিশের অভিযান চলমান থাকবে।”
স্থানীয়রা পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।