কেরানীগঞ্জ (ঢাকা):
কেরানীগঞ্জে “রং তুলিতে আমার চোখে জুলাই” প্রতিপাদ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলার ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন’শর অধিক শিক্ষার্থী এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করেন। শনিবার সকাল ৯ টায় উপজেলা অডিটোরিয়াম ভবনে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও কেরানীগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশন এর আয়োজনে এবং পিয়ারলেস ইউথ ক্লাব এর সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় জুলাই- আগষ্ট শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করে অনুষ্ঠান উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রং তুলিতে বিভিন্ন ক্যানভাসে তারা সাজিয়েছেন ২৪ এর গণঅভ্যুত্থানের সেই মহেন্দ্রক্ষনের, জুলুম নিপীড়ন এর বিভিন্ন চিত্র। অনুষ্ঠানের সেরা ২০ ছবি বাছাই করে পুরস্কার ও সকল শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়। এরপর উপজেলা প্রাঙ্গনে “এক শহীদ এক বৃক্ষ ” কর্মসূচির আওতায় জুলাই – আগষ্ট শহীদদের স্মরনে কেরানীগঞ্জের ৬ জন শহীদের নামে ৬ টি বৃক্ষ রোপন করা হয়। এছাড়া ৬ শহীদ পরিবারকে ৪ টি করে ফলজ ও বনজ গাছের চারা উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ দক্ষিণ থানার সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লা আল মামুন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোসা: আনজুমান আরা বেগম পল্লী উন্নয়ন অফিসার, প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিসার সাত্তার বেগ যুব ও ক্রীড়া সংগঠক সায়মন চৌধুরীসহ আরো অনেকে।