ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর এক ঝটিকা অভিযানে কেরানীগঞ্জ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (দক্ষিণ) পুলিশের একটি চৌকস দল সোমবার (২১ জুলাই) রাত পৌনে নয়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের রসুলপুর এলাকার অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে মোট ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: ৯২০ পিস ইয়াবাসহ মোঃ কামাল হোসেন (৩২), ৫০ পিস ইয়াবাসহ আবু কালাম (৪০) ও ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল্লাহ (৪২) ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ডিবি সূত্রে জানা যায়, সিডিএমএস বিশ্লেষণে ধৃত আসামী মোঃ কামাল হোসেনের বিরুদ্ধে পূর্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আরও দুইটি মাদক মামলা রয়েছে।
ঢাকা জেলার দক্ষিণ ডিবি পুলিশের ওসি সাইদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতিরই অংশ হিসেবে আমাদের অভিযান চলমান রয়েছে।