কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে দিনে দুপুরে হাত পা বেঁধে ও মুখে লুঙ্গি ঢুকিয়ে কষ্টিভ পেঁচিয়ে ডাকাতির সময় শহরবানু (৬২) নামের একজন বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে ।
আজ (৭ আগস্ট) বৃহস্পতিবার কেরানীগঞ্জ উপজেলার মডেল থানার জিনজিরা রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শহর বানুর ছেলে আব্দুল করিম জানায়, তিনি ঢাকার একটি গ্রুপ অফ কোম্পানিতে এক্সিকিউটিভ পদে চাকরি করেন। যে কারণে তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসে থাকেন । দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত তার বাবা আব্দুল করিম থাকেন জহুরের নামাজ আদায়ের জন্য মসজিদে। তার দুইজন স্কুল পড়ুয়া সন্তানের ছুটি হয় দুপুর দেড়টায়। তার স্ত্রী যান সন্তানদের স্কুল থেকে আনার জন্য । এ কারণে দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত বাসায় একমাত্র তার অসুস্থ মা শহর বানু ছাড়া কেউ থাকেন না।
ডাকাতরা পূর্ব পরিকল্পিতভাবে দুপুর একটা থেকে দুইটার মধ্যে বাসায় ডাকাতি করেছে। ডাকাতির আগে তার অসুস্থ মা শহর বানুর দুই হাত ও দুই পা গামছা দিয়ে বেঁধে এবং মুখে লুঙ্গি ঢুকিয়ে কসটিভ পেচিয়ে ফেলে রেখে ডাকাতি করে।
ডাকাত দল শহরবানুর গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন, নগদ অর্থ এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। পরে দুপুর ২ টার সময় তার বাবা মসজিদ থেকে এসে তার মাকে হাত পা বাধা ও মুখে কষ্টিভ পেঁচানো মৃত অবস্থায় উদ্ধার করেন।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃত শহরবানু দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তার মুখে লুঙ্গি ঢুকিয়ে কষ্টিপ দিয়ে পেঁচানোর কারণে শ্বাস প্রশ্বাস না নিতে পারায় দম বন্ধ হয়ে মৃতবরণ করেছেন।