1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলকাতায় আওয়ামী লীগের অফিসের গুঞ্জন, শীর্ষ নেতাদের মন্তব্য ‘ভৌতিক’ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে জনগণের অধিকার বাস্তবায়িত হবে এক্সপ্রেসওয়ের সম্ভাব্য রুট পরিবর্তনের দাবিতে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ কেরানীগঞ্জে ১ মাস ধরে নিখোঁজ হাফেজ ফাহমিদুল বিএনপি জনগণে রায়ে একটি কল্যাণ রাষ্ট্র গড়তে চায়: তারেক রহমান আমার ছেলেডারে কেন এভাবে মারল, কী অপরাধ আছিন সাংবাদিক তুহিন হত্যা ঘটনায় ৫জন আটক ডাকাতি করতে এসে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা  অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে চিঠি পাঠাব: প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থান যুক্তসঙ্গত, বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত,আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দেয়া হবে

কলকাতায় আওয়ামী লীগের অফিসের গুঞ্জন, শীর্ষ নেতাদের মন্তব্য ‘ভৌতিক’

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

৫ আগস্ট পরবর্তী সময়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীর সংখ্যা দলীয় হিসাব অনুযায়ী দাঁড়ায় প্রায় ৪৫ হাজার। খাবার ও থাকার সুবিধার কারণে স্বাভাবিকভাবেই কলকাতা ও সংলগ্ন শহরতলীতে সবচেয়ে বেশি অবস্থান নিয়েছেন তারা। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, এসব নেতাকর্মীর প্রায় ৮০ শতাংশই রয়েছেন কলকাতা ও আশপাশের এলাকায়।

এর মধ্যেই কখনো খবর আসে—ভারতে প্রবাসী সরকার গঠনের চেষ্টা করছে আওয়ামী লীগ, আবার কখনো গুঞ্জন ওঠে—কলকাতায় অফিস চালু করেছে দলটি। তবে ভারতের কেন্দ্রীয় কিংবা পশ্চিমবঙ্গ রাজ্য গোয়েন্দা সংস্থা এ ধরনের কোনো তথ্যের সত্যতা স্বীকার করেনি। কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগ নেতৃত্বও এসব খবরকে ‘অযৌক্তিক’ ও ‘ভৌতিক’ বলে মন্তব্য করেছেন।

শেখ হাসিনার নির্দেশে কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের দিকনির্দেশনা ও নেতৃত্ব দিচ্ছে মূলত তিনজন সিনিয়র নেতা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাবেক সংসদ সদস্য এসএম কামাল হোসেন।

কলকাতায় অফিস নেওয়ার বিষয়টি নিয়ে জাহাঙ্গীর কবির নানক রীতিমতো হাসতে হাসতে বলেন,

“কলকাতায় আওয়ামী লীগের অফিস করার কী  কোনোও সুযোগ আছে ? এই ধরনের বিষয়ে একটা ভৌতিক বিষয়। যার কোন অস্তিত্ব অন্তত আমার জানা নাই। এই ধরনের খবর কাল্পনিক উদ্দেশ্যপ্রণোদিত। এই খবরটা মনগড়া। আওয়ামী লীগের চরিত্রহননের চেষ্টা পাঁচই আগস্ট ২০২৪ থেকে শুরু হয়েছে। তারই অংশবিশেষ এই তথ্য। আমাদের অফিস ২৩ বঙ্গবন্ধু এভিনিউ এবং ধানমন্ডি ৩/১ আমাদের নেত্রী , দলের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু কন্যার অফিস। যদিও সেই অফিস ওরা আগুনে পুড়িয়ে দিয়েছে এই বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য এই অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক জঙ্গিপনা কার্যকলাপ কে শাক দিয়ে মাছ ঢাকার মত কাল্পনিক সংবাদ পরিবেশন করেছে।”

একই বিষয়ে সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন বলেন,

“এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা তথ্য। আমরা খুব গোপনেই আছি। একে অপরের সঙ্গে ফোনে যোগাযোগ হয়। আমাদের অনেক নেতাকর্মী জীবনের ভয়ে মিথ্যে মামলার ভয় এখানে পালিয়ে আছেন। তারা যারা সমবয়সী তারা হয়তো এক জায়গায় বসে আড্ডা দিতে পারে। এখানে কোন দলীয় অফিস আমরা নিই নাই। দলীয় কোন অ্যাক্টিভিটিসও নেই। আমি তো নিজেই আছি সীমান্তের কাছাকাছি। কলকাতায় অফিস নেবো কিভাবে ? হয়তো কোন সংসার সদস্য বা তাদের পরিচিত বা তাদের শুভাকাঙ্ক্ষী তাদের অফিসে গিয়ে কেউ কখনো বসেছে। কিন্তু দলের নামে অফিস আমাদের নাই আমার জানা নাই।”

ভারত থেকে প্রবাসী সরকার পরিচালনের বিষয়ে যে গুঞ্জন ছড়িয়েছে সেই প্রসঙ্গে নানক বলেন,

“এই ধরনের গুজব যারা ছড়াচ্ছে তাদের অসৎ উদ্দেশ্য আছে। এটা একাত্তরের মুক্তিযুদ্ধ নয় যে কলকাতা থেকে প্রবাসী সরকার গঠন করতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আসেননি।তাকে ভারতে নিয়ে এসেছে বাংলাদেশের বিমান বাহিনীর উড়োজাহাজ। তার জীবন নিরাপত্তাহীন হয়ে পড়েছিল সেই কারণে। নেত্রী শেখ হাসিনা সাংবিধানিকভাবে এখনো প্রধানমন্ত্রী। এবং যারা মন্ত্রিসভার সদস্য ছিলেন তারা এখনো মন্ত্রী। তাই প্রবাসী সরকার গঠনের কোন প্রশ্নই আসে না।” তিনি আরও যোগ করেন “আমাদের একটি লক্ষ্য এই অবৈধ সরকারকে হটিয়ে দিয়ে জনগণের রাজ কায়েম করা। অবৈধ ইউনূসের সরকারের অধীনে কোন নির্বাচন আমরা গ্রহণ করবো না”

কলকাতায় নামে বেনামে অফিস করেছ আওয়ামী লীগ—এমন খবরের কোনও সত্যতা মেলে নি কেন্দ্রীয় বা রাজ্য গোয়েন্দা সংস্থা সূত্রেও। রাজারহাট নিউটাউন এলাকার পৌর নিয়ন্ত্রক সংস্থা হিডকো জানিয়েছে এমন কোন তথ্য তাদের কাছে নেই।

কলকাতায় নামে বেনামে অফিস করেছ আওয়ামী লীগ। এমন খবরের কোনও সত্যতা মেলে নি কেন্দ্রীয় বা রাজ্য গোয়েন্দা সংস্থা সূত্রেও। রাজারহাট নিউটাউন এলাকার পৌর নিয়ন্ত্রক সংস্থা হিডকো জানিয়েছে এমন কোন তথ্য তাদের কাছে নেই। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় রাজারহাট নিউটাউনের অ্যাকশন এরিয়া ১ এর একটি শপিং কমপ্লেক্সের উপরে প্রাইভেট ব্যাঙ্কয়েট হলে বেশ কয়েকবার লীগের নেতারা বৈঠক করেছে তবে সেটি তাদের অফিস নয়। এই ভবনে শুধু বৈঠক নয় গেল ঈদে ইফতার পার্টিরও বিশাল আয়োজন করেছিল আওয়ামী লীগ। ঈদের আগে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে অন্তত এই ধরনের তিনটি ইফতার পার্টির আয়োজন করেছিল লীগ ও লীগের শাখা সংগঠনগুলি।

কলকাতার অ্যাকশন এরিয়া ১এর দ্বিতীয় যে বিজনেস কমপ্লেক্সটিতে আওয়ামী লীগ বৈঠক করেছে। সেটিও আওয়ামী লীগের অফিস নয়। দৈনিক ভাড়ার মাধ্যমে এপ্রিল মাসের দুই দিন ও জুন মাসের একদিন তারা বৈঠকের কাজ চালিয়েছিল সেই কমপ্লেক্সটিতে। লীগের নেতাদের নিজের মূল যোগাযোগের মাধ্যম নিজেদের মধ্যে খোলা বেশ কয়েকটি whatsapp গ্রুপ ও টেলিগ্রাম গ্রুপ।

যদিও কলকাতার নিউটাউন এলাকার অভিজাত শপিংমল সিটি সেন্টার ২ কিংবা ইকোপার্কের বিভিন্ন ফুড কোর্টে প্রায় প্রতিদিনই সন্ধ্যায় সাদ্দাম , ইনানের মত ছাত্রলীগ নেতৃত্বের আড্ডা অনেকেরই নজরে পড়েছে।

তবে অনেক ক্ষেত্রেই আর গোপনে থাকতে চান না আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভারতে দলীয় কর্মকাণ্ড সক্রিয় করার পক্ষে তারা। সম্প্রতি দিল্লিতে প্রকাশ্যেই গোপালগঞ্জ ইস্যুতে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাবেক শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সাংসদ ও আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ সহ অন্তত চারজন সাবেক মন্ত্রী । সংবাদ সম্মেলনে দলনেত্রী শেখ হাসিনার অনুমোদন ছিল বলেও নিশ্চিত করা হয়েছিল। কিন্তু শেষমেশ ভারত সরকারের আপত্তির কারণে সেই সংবাদ সম্মেলন থেকে পিছিয়ে আসতে বাধ্য হন আওয়ামী লীগের নেতৃত্বরা।

আওয়ামী লীগ সূত্রের খবর প্রায় নিয়মিতই অনলাইনে বৈঠক  করেন দলীয় নেতৃত্বরা। কখনো কখনো অনলাইনের সেই বৈঠকে যোগ দেন দলনেত্রী শেখ হাসিনাও। দলীয়ভাবে সেসব বৈঠকে একাধিক কর্মসূচি নেয়া হলেও সেসব কর্মসূচি ৯৯% বাস্তবায়ন করা যায় না শুধুমাত্র ভারত সরকারের অনুমতি না থাকায়।

সূত্র: চ্যানেল ২৪

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews