জনপ্রিয় অভিনেতা খাইরুল বাসার জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়ালেও ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানোয় সমালোচনার মুখে পড়েন। কিছু শিক্ষার্থী তার ও কয়েকজন তারকার ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচির ঘোষণা দেয়।
এর জবাবে বাসার ক্যাম্পাসের অনুজদের উদ্দেশে সামাজিক মাধ্যম ফেসবুকে লিখেন, “এই চোরের রাস্ট্রে এই বাটপারের রাস্ট্রে আমি কোন আপরাধে? আমি অন্যায়ের বিরুদ্ধে বলেছি যুগ ধরে তাই? শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছি তাই?”
তিনি আরও বলেন, “আমার ভাইয়েরা; আমার ক্যাম্পাসের প্রিয় অনুজ, আমার ছবিটা বড় করে প্রিন্ট করো এবং সবচেয়ে পচা জুতাটা নিক্ষেপ করো। আমি হাসি মুখে গ্রহণ করছি। কারণ আমি বুঝেছি তোমরা রাজনৈতিক হয়েছো, তোমরা তোমাদের ইগো এবং তোমাদের আলাদা লক্ষ্যে নেমেছো! সেখানে মানুষ, সেখানে সাধারণের আবেগ অভিভূতি তোমাদের বিবেচনার বিষয় না! তোমরা কেবল ক্ষমতার না এবং ক্ষমতার দাস না, তোমরা নিজের, দেশের এবং দায়িত্বের; এ বিশ্বাস আমার ভাঙতে যাচ্ছে, ভাঙুক! আমি এমন কি আর লোক?”
বাসার সামাজিক মাধ্যমে আল মাহমুদ ও নির্মলেন্দু গুণের কবিতা শেয়ার করে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানান। এই পোস্ট থেকেই বিতর্ক শুরু হয় এবং তাকে ঘিরে সমালোচনা তীব্র হয়