1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

কেরানীগঞ্জে বৃষ্টিতে পানিবন্ধি কয়েকটি পরিবার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
রুহিতপুর এলাকা, ছবি: সংগৃহীত

রিফাত আলম (কেরানীগঞ্জ প্রতিনিধি):

সামান্য বৃষ্টিতে রাস্তা-ঘাট ডুবে পানিবন্দী অবস্থায় দিন কাটছে ঢাকার কেরানীগঞ্জের কয়েকটি পরিবারের।  এলাকাবাসীর অভিযোগ, এ সমস্যার পেছনে মূল কারণ হলো খাল ভরাট ও দখল। খাল দখল করে একের পর এক বসতবাড়ি গড়ে তোলা হয়েছে। ফলে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে গেছে।  সরেজমিনে দেখা যায়, টানা বৃষ্টির ফলে উপজেলার মডেল থানার রোহিতপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

খাল বন্ধ হওয়ার পর থেকেই প্রতিবছর বর্ষা মৌসুম এলেই এই ভোগান্তি শুরু হয়। শুধু তাই নয়, এলাকার প্রধান চলাচলের রাস্তার অংশজুড়ে বহুতল ভবন ও দোকান নির্মাণ হওয়ায় স্থানীয়রা আরও চরম দুর্ভোগে পড়েছেন। জরুরি প্রয়োজনে যাতায়াত করতে গেলে অনেক সময় রাস্তায় লেগে যায় ঘন্টার পর ঘন্টা।

দীর্ঘ ১৬ বছর ধরে সমস্যার সমাধান না হওয়ায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, “আমরা বছরের পর বছর পানিবন্দী হয়ে আছি। সরকার বা জনপ্রতিনিধিরা কোনো উদ্যোগ নিচ্ছেন না। শুধু প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।”

এ বিষয়ে স্থানীয়রা দ্রুত পদক্ষেপ নিতে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি— খাল দখল মুক্ত করে পানি নিষ্কাশনের পথ সুগম করা এবং বিকল্প ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুললেই এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews