সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, খুন-ধর্ষণমুক্ত দেশগঠনে ইসলামী অনুশাসনের বিকল্প নেই
-মাওলানা আহমদ আবদুল কাইয়ূম
সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, খুন-ধর্ষণমুক্ত দেশগঠনে ইসলামী অনুশাসনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।
কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৯ নং দারোরা ইউনিয়নের স্থানীয় এক মিলনায়তনে শুক্রবার (৫সেপ্টেম্বর) সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, `স্বাধীনতার ৫৪ বছরে দেশের মানুষ যে তিনটি দল দেশ শাসন করেছে তারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। মানুষের ভাত ও ভোটাধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে। দিনের ভোট রাতে নিয়ে মানুষকে অধিকার বঞ্চিত করেছে। জুলাই বিপ্লবের পর অপর একটি দলও ক্ষমতায় না যেতেই মানুষের ওপর তাদের খড়গহস্ত প্রসারিত করছে। তাদের নির্ধারিত প্রতীকে ভোট না দিলে সুস্থভাবে ফিরে যেতে পারবে না বলেও হুমকি দিচ্ছে। আবার কেউ নিজেরা ব্যালট পেপার ছাপিয়ে নেওয়ার ঔদ্ধত্যপূর্ণ হুঙ্কার দিচ্ছে। এসব কিছুই দেশকে পুনরায় ফ্যাসিবাদের অভয়ারণ্যে পরিণত করার পূর্বাভাস বলে মনে করছেন সচেতন নাগরিক। এ অবস্থা থেকে দেশ, ইসলাম ও মানবতাকে বাচাতে এখন এদেশের জনগণের একটিই ভরসা, তাহলো সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন।’
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, জনগণ পূর্বের প্রতিহিংসার রাজনীতিতে আর ফিরে যেতে চায়। তারা দেশে পুনরায় জিঘাঙসার রাজনীতি চালু হোক, দৈত্যদানবের রাজনীতি প্রতিষ্ঠিত হোক তা আর চায় না। জনগণ সুখে শান্তিতে বসবাস করতে চায়। ব্যবসা, বাণিজ্য চাঁদাবাজমুক্ত পরিবেশে নির্বিগ্নে করতে চায়। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার পেতে চায়।
সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন,`ছাত্র জনতা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে। একটি সুন্দর আগামীর জন্য। আগামীর বন্দোবস্ত বির্নিমানের জন্য। রাষ্ট্র সংষ্কার, গণহত্যার দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনী ভিত্তি তৈরি এবং একটি ফলপ্রসূ নির্বাচন যা পিআর পদ্ধতির নির্বাচন। পুরোনো বন্দোবস্ত থেকে বের হয়ে আসতে হবে। মানুষ জিঘাঙসার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি এবং দৈত্য দানবের রাজনীতিতে ফিরে যেতে চায় না। চাঁদাবাজির রাজনীতি, পাথর দিয়ে মানুষ মারার রাজনীতিতে ফিরে যেতে চায় না।’
সংগঠনের দারোরা ইউনিয়ন শাখা সভাপতি কন্টেকটর মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফেজ মুহা. সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী সভায় বিশেষ অতিথি ছিলেন দলের মুরাদনগর উপজেলা শাখা সভাপতি মাস্টার মফিজুল ইসলাম, থানা যুব আন্দোলন সভাপতি মাওলানা এম শুয়ায়েব হুসাইন, ছাত্র আন্দোলন সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম সহ থানা ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। নির্বাচনী সভাশেষে দারোরা বাজার আশ-পাশ এলাকা নির্বাচনী গণসংযোগ করেন।