1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন

সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা খন্দকার নবাবগঞ্জের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

সাবেক অতিরিক্ত আইজিপি  ড. শামসুদ্দোহা  খন্দকারকে ঢাকার নবাবগঞ্জের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান ছিলেন।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কলাকোপা ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুত্রে জানায়, ৯৯৯ খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়।  গুলশান থানায়  তাঁর নামে ৫ কোটি টাকার চেক ডিজঅর্নার মামলায় পরোয়ানা থাকায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আটকের পর নবাবগঞ্জ থানায় না নিয়ে সকালেই তাঁকে ঢাকার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে গ্রামের বাড়িতে জমি দখল, টাকা আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম রয়েছে।
নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, শনিবার রাতে সাবেক অতিরিক্ত আইজিপির পার্কের কর্মচারীরা বকেয়া বেতনের দাবীতে জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে পুলিশে জানান। পুলিশ রাত ৩টা থেকে বাড়িটি ঘেরাও করে রাখে। তিনি আরও জানান, খোঁজ নিয়ে জানান যায়, সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা খন্দকারের বিরুদ্ধে গুলশান থানায় ৭টি মামলা রয়েছে। এর ৫টি মামলায় তিনি জামিনে আছেন।  বাকি ২টির আদালতের পরোয়ানা ছিল।  এ ঘটনায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews