কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জের রোহিতপুর সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন উপলক্ষে এক জমকালো সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ (৮ সেপ্টেম্বর) সোমবার বিকেলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান এবং বিশেষ অতিথি ছিলেন তার পুত্র ব্যারিস্টার ইবনে আমান অমি।
প্রধান অতিথি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১৭ বছরে ১৭ টাকার কাজও করেনি, শুধু নাম পাল্টেছে। এ সময় মানুষ ভোট দিতে পারেনি, মন খুলে কথা বলতে পারেনি। তারা উন্নয়নের নামে লুটতরাজ করেছে। বাংলাদেশের মানুষ জানে, উন্নয়ন মানে জিয়াউর রহমান, উন্নয়ন মানে খালেদা জিয়া।”
অনুষ্ঠানে রোহিতপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক সালাম ভূঁইয়া অভিযোগ করে বলেন, গত ১৭ বছরে বিদ্যালয়ে কোনো উন্নয়ন হয়নি। আজ আমান উল্লাহ আমান ভাই আমাদের বিদ্যালয়ের নতুন ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করতে এসেছেন।
বক্তব্যে প্রধান অতিথি আমান উল্লাহ আমান ও বিশেষ অতিথি ব্যারিস্টার ইবনে আমান অমি বিদ্যালয়ের মাঠ ও অন্যান্য উন্নয়নমূলক দাবির প্রতি সাড়া দিয়ে আশ্বাস দেন। তারা জানান, আসন্ন নির্বাচনে জয়ী হলে কেরানীগঞ্জে শিক্ষা ও অবকাঠামোসহ সর্বত্র ব্যাপক উন্নয়ন করা হবে।
কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি সদস্য সোহানুর রহমান সোহেল সঞ্চালনায় সোনাকান্দা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. জুলহাস গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামিম হাসান, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুহুল আমিন, রোহিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আবু বক্করসহ অনেকে ।
অনুষ্ঠান শেষে জনপ্রিয় বাউল শিল্পী কাজল দেওয়ান মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন। পুরো অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন সোনাকান্দা ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান এবং তার টিম।