কেরানীগঞ্জ (ঢাকা): গত ৭ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণের পর ১১টি মামলায় ২২ বছর কারাদণ্ডপ্রাপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রিয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন।
রবিবার বিকেল সোয়া পাঁচটারদিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রিয় কারাগার থেকে বের হয়ে আসেন।
এর আগে সকাল থেকেই কারাগারের সামেনে কয়েক হাজার নেতাকর্মী গাড়ি বহন নিয়ে মূল ফটকের সামনে জড়ো হয়। ইসহাক সরকার কারাগারের প্রধান ফটক দিয়ে বেরিয়ে আসলে অপেক্ষমান নেতা কর্মিরা স্লোগানে মুখরিত করে প্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন ।
ইসহাক সরকারের আইনজীবী মো. মামুন মিয়া জানান, গত বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মহিউদ্দিন শামীম ও দেবাশীষ রায় চৌধুরীর যৌথবেঞ্চ ইসহাক সরকারের জামিন আবেদন মঞ্জুর করেন।
এসময় ইসহাক সরকার বলেন, “দেশে আজ আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, “আমি ন্যায় বিচার পেয়েছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় নেতা কর্মিদের এসসাথে রেখে দলের জন্য কাজ করে যাব।”
কারাগার থেকে বের হওয়ার পর ইসহাক সরকার রাজধানীর কোতোয়ালী থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো.শাওন আহমেদ,সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক মো. রাজীব ও বংশাল থানা ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন এর নেতৃত্বে বিশাল গাড়ীবহর মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে নিয়ে রাজধানীর পুরান ঢাকায় তার বাসভবনে যান।
ইসহাক সরকারের বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে মোট ৩৬৫ টি মামলা দেয়া হয়েছিল।