আগামী নির্বাচনে বিলাসবহুল গাড়িতে ভোটের মাঠ দাপিয়ে বেড়াবেন, মাঠ প্রশাসনের কর্মকর্তারা। এ জন্য কেনা হচ্ছে ২শ’ কোটি টাকার জিপ ও মাইক্রোবাস। আগের নির্দেশনা শিথিল করে এর অনুমোদন দিয়েছে, অর্থ মন্ত্রণালয়। যাকে বিলাসী উদ্যোগ বলছেন, বিশ্লেষকরা।
সম্প্রতি সমালোচনার মুখে বাতিল হয় আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত। এবার জাতীয় নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন সামলাতে বিলাসবহুল গাড়ি চায় আমলারা। যাতে সায় দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এমন প্রস্তাব কয়েক দফা পর্যালোচনার পর ১০০টি জীপ ও ৭২টি মাইক্রোবাস কেনার অনুমতি দেয় অর্থ মন্ত্রণালয়। প্রতিটি জীপের দাম ধরা হয়েছে এক কোটি ৬৯ লাখ টাকা। আর মাইক্রোবাস ৫২ লাখ। এসব গাড়ি কিনতে সরকারকে গুনতে হবে একশ ৯৬ কোটি ৩৯ লাখ টাকা। যা ব্যয় হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যানবাহন কেনার বরাদ্দ থেকে।
অর্থ মন্ত্রণালয় বলছে, গাড়ি কেনার অনুমোদন দেয়ার ক্ষেত্রে শিথিল করা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের আগের নির্দেশনা। তবে গাড়ি কেনার আগে নিতে হবে প্রধান উপদেষ্টার অনুমতি।
গেলো ১০ মাসে জেলা প্রশাসকের দপ্তর, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ব্যবহার, বিদেশি রাষ্ট্রদূতদের আনা নেয়ায় পাঁচ দফায় অন্তত হাজার কোটি টাকার গাড়ি কেনার প্রস্তাব দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। যেখানে বরাদ্দ ৩২৮ কোটি ৩৩ লাখ টাকা।