কেরানীগঞ্জ( ঢাকা) : ঢাকা জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই সনদের আইনের ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৬সেপ্টেম্নর) বিকেলে কদমতলী গোল চত্বর তানাকা ফিলিং স্টেশন সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেরানীগঞ্জ মডেল থানা জামায়াতে ইসলামী আমির আব্দুর রহিম মজুমদার সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ও ঢাকা ৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাক্ষ মোঃ শাহীনুর ইসলাম, ঢাকা ২ আসনের জামাত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান,ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি এবিএম কামাল হোসেন।
এ সময় বক্তব্য রাখেন কেরানীগঞ্জ দক্ষিণ থানার সভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক, কেরানীগঞ্জ মডেল পশ্চিম থানা জামাতের সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ ফেডারেশন শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলার সেক্রেটারি আমিনুল ইসলাম বুলবুল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শাহীনুর ইসলাম বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতার টিকে আছে। একটি দল এ ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদের আইনি প্রক্রিয়া বাস্তবায়ন করতে চায় না,যেনতেন নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে চায়, পিআর পদ্ধতি মানে না।আমরা যেনোতানো নির্বাচন চাই না, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।।বাংলাদেশ জামায়াত ইসলামী পাঁচ দফা দাবি মাঠে নেমেছে ৫দফা দাবি বাস্তবায়ন করে ঘরে ফিরে যাবে।’
না হলে এদেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না।’
এসময় তিনি জুলাই সনদ এবং আইনি প্রক্রিয়া বাস্তবায়ন করতে সরকারের প্রতি জোর দাবি জানান।