1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার (ভিডিওসহ) প্রতিমা বিসর্জনে গিয়ে নদীতে ডুবে নিখোঁজ ৩ শিশু দোহারের ঝনকিতে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মাধবপুর দুই সাংবাদিকের সঙ্গে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দুর্ব্যবহার (ভিডিও) দূর্গা পূজোর নতুন দুই গানের মিউজিক ভিডিও নিয়ে এলেন সংগীতশিল্পী ”রাকা পপি” এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি পাকিস্তান ও ভারত , টসে জিতে ব্যাটিংয়ে পাকিস্তান মহাষষ্ঠীর মধ্য দিয়ে কেরানীগঞ্জে শুরু হলো শারদীয় দুর্গোৎসব ৫ দফা দাবী বাস্তবায়নে ঢাকা জেলা বাংলাদেশ জামায়াতে বিক্ষোভ সমাবেশ গাইবান্ধায় কারাগারে আওয়ামীল নেতার মৃত্যু, জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নেবে আলবেনিয়া

দূর্গা পূজোর নতুন দুই গানের মিউজিক ভিডিও নিয়ে এলেন সংগীতশিল্পী ”রাকা পপি”

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
জনপ্রিয় শিল্পি “রাকা পপি”

জনপ্রিয় সংগীতশিল্পী রাকা পপির দুইটি নতুন মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে । “দূর্গা মা” এবং “দেবী বিসর্জন- বলো দূর্গা মাই কি ” শিরোনামের গান দুটি Raka Popi Official ইউটিউব চ্যানেল থেকে গান দুইটি প্রকাশ হয়েছে।

এছাড়াও বিভিন্ন অন লাইন প্লাটফর্মেও রিলিজ হয়েছে। প্রথম গানের গীতিকার এবং সুরকার রামানন্দ সরকার এবং দ্বিতীয় গানের গীতিকার রামানন্দ সরকার এবং সুর করেছেন রাকা পপি । প্রথম গানের মিউজিক এরেঞ্জমেন্ট করেছেন জিকো এবং দ্বিতীয় গানটির মিউজিক করেছেন অপু আমান। ভিডিওতে কাস্টিং গায়িকা নিজেই রয়েছেন। এম.ডি.শামীম এর কোরিগ্রাফিতে ভিডিও পরিচালনা করেছেন জীবন চন্দ্র দাস।

এর আগে Raka Popi Official ইউটিউব চ্যানেলে প্রকাশিত ” রসিক কালা” গানটি দিয়েও তিনি বেশ শ্রোতাপ্রিয়তা অর্জন করেছেন। এর পাশাপাশি ‘মানুষ চিনতে দুখের প্রয়োজন’, ‘রঙিন ভ্যালেন্টাইন,’ “গায়ে হলুদ” সহ অন্যান্য মৌলিক গানেও বেশ দর্শক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। গান সংক্রান্তে তিনি বলেন, দূর্গা পূজা হিন্দু ধর্মের একটি অন্যতম ধর্মীয় উৎসব। আসুরিক শক্তি বিনাশের মাধ্যমে বিশ্ব যাতে সুখ-শান্তিতে ভরে ওঠে তিনি এ কামনা করেন। অন্য গানে দেবীর বিসর্জন এবং এর আনুষ্ঠানিকতার বিষয়টি প্রকাশ পেয়েছে।

রাক পপি রেডিও, টেলিভিশন এবং দেশ ও দেশের বাইরের সঙ্গীতের স্টেজ গুলোতে নিয়মিতভাবে সঙ্গীত পরিবেশন করে চলেছেন । গান ও গানের ভিডিওচিত্র দুইটি শ্রোতাদের ভালো লাগবে বলে তিনি আশা করেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews