কেরাণীগঞ্জ: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে জাকের পার্টির উদ্যোগে এক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে শুভাঢ্যা ইউনিয়নের খেজুরবাগ সাতপাখি এলাকায় ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মো সুজনের সভাপতিত্ব জনসভায় বক্তব্যে রাখেন, জাকের পার্টির টিম প্রধান ঢাকা জেলার দক্ষিণ শাখার আব্দুর রাজ্জাক। তিনি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার পরে যারা দেশে সরকার গঠন করেছে তারা কেউ সঠিক ভাবে দেশ পরিচালনা করতে পারেনি।
তিনি আরও বলেন সততা ও স্বচ্ছতার সাথে দেশে উন্নয়ন শুধু জাকের পার্টিই করতে পারে। তাই আগামী নির্বাচনে আপনারা সবাই গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে দেশের মানুষকে খেদমত করার সুযোগ দিন। তিনি আরও বলেন ক্ষমতার মালিক আল্লাহ, আর ভোটের মালিক আপনারা। জাকের পার্টির চেয়ারম্যান বলেছেন, আমরা ক্ষমতায় আসলে আসা রূপ কাজ না করতে পারলে , তিন বছর মধ্যে পদত্যাগ করবো। এমন কথা জাকের পার্টি ছাড়া অন্য কোন দল বলতে পারে না।
এসময় আরও উপস্থিত ছিলেন জাকের পার্টির নেতা সারোয়ার মোহাম্মদ (সানী), আবুল কালাম আজাদ, আব্দুর রহমান (বাশার), সোহেল মোল্লা, শেখ মো ওমর ফারুক, মো সোহেল প্রমূখ।
জনসভা শেষে একটি বিশাল র্যালি বের করে খেজুর বাগ সাতপাখি এলাকায় থেকে চুনকুটিয়া চৌরাস্তা পর্যন্ত গণসংযোগ করেন।