কেরানীগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর। সোমবার (১৩ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আহমেদ রোমান (৩৫) ও মুজিবুল হক দুর্জয় (৩৫)। তারা বন্ধু ছিলেন এবং মোটরসাইকেলে করে ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়ামাহা (R15) মোটরসাইকেলটি দ্রুতগতিতে এগোচ্ছিল। এ সময় পেছন দিক থেকে একটি কাভার্ড ভ্যান এসে তাদের চাপা দেয়। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি না থেমে পালিয়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, আর হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান অপরজন।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠায়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো ছড়িয়ে পড়লে পরিচয় জানা যায়। নিহত দুইজনের বাড়ি মাদারীপুরের শিবচর থানায়। আহমেদ রোমান ছিলেন শিবচর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
হাসাড়া হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, “নিহতদের স্বজনরা মরদেহ শনাক্ত করেছেন। ঘাতক কাভার্ড ভ্যান ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।”
NE/ R.I.F.A.T