ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একাধিক ডাকাতি ও চুরির ঘটনায় অভিযুক্ত কুখ্যাত ডাকাত সর্দার রাজীব হোসেন রাজুকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।
অভিনব কৌশলে লুঙ্গি–গামছা পরে সাধারণ মানুষের ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে ধরতে সক্ষম হন এএসআই সুজেল মিয়া।
রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন।
পুলিশ জানায়, গত ১৬ অক্টোবর রাতে কদমপুর এলাকায় একটি প্লাস্টিক কারখানায় ডাকাতি করে রাজীব ও তার সহযোগীরা।
শ্রমিকদের হাত–পা বেঁধে মারধর করে ১১ লাখ টাকার মালামাল ও মোবাইল ফোন লুট করে তারা।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাজীবের অবস্থান শনাক্ত করে পুলিশ।
এরপর দক্ষিণ রোনীগঞ্জ থানার এএসআই সুজেল মিয়ার নেতৃত্বে একটি দল লুঙ্গি–গামছায় সাধারণ মানুষের বেশে কৌশলগত অভিযানে নামে।
স্থানীয়দের সঙ্গে মিশে যেতে এএসআই সুজেল লুঙ্গি ও গামছা পরে টানা দুইদিন এলাকায় নজরদারি চালান। অবশেষে গতকাল রাতে করেরগাঁও এলাকায় একাধিক দেশীয় অস্ত্রসহ রাজীবকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করলে এএসআই সুজেলও দুইতলা ভবন থেকে ঝাঁপ দিয়ে ধাওয়া করে তাকে ধরেন। আঘাত পেলেও পিছু হটেননি তিনি।
এএসআই সুজেল মিয়া জানান,“রাজীবকে ধরতে দুইদিন লুঙ্গি পরে এলাকায় ঘুরেছি। সে যখন ছাদ থেকে লাফ দেয়, আমি এক মুহূর্তও চিন্তা করিনি—আমিও ঝাঁপ দেই। আঘাত পেয়েছি, কিন্তু অপরাধী ধরা পড়লে সেই ব্যথাও গর্বে পরিণত হয়।”
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আক্তার হোসেন জানান, “রাজীব দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি ও চুরির একাধিক মামলা রয়েছে। সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে ।“
অভিযানের নায়ক এএসআই সুজেল মিয়ার এমন সাহসিকতা ইতোমধ্যেই আলোচনায় এসেছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় শান্তি ও নিরাপত্তা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।