বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের নাজিরেরবাগ ও ঝিলমিল সংলগ্ন ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কের ঢালে এ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের ব্যানারে প্রায় ১৫ থেকে ২০ জন কর্মী ও সমর্থক হঠাৎ এই ঝটিকা মিছিলে অংশ নেন।
মিছিলে অংশগ্রহণকারীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা “দমন–পীড়ন বন্ধ করো”, “নিরীহ নেতাকর্মীদের ধরপাকড় বন্ধ করো” ও “মিথ্যা মামলা প্রত্যাহার করো”সহ নানা দাবি তোলেন। এছাড়াও তারা “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে”, “জয় বাংলা” ইত্যাদি দলীয় স্লোগানও দিতে থাকেন।

কেরানীগঞ্জের জনি টাওয়ার এলাকায় হাজি কাচ্চি ঘর
এ বিষয়ে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “ঘটনাটি আমরা জেনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”






