ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির বিদায়ে শোক ও শ্রদ্ধায় স্তব্ধ দেশ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত তার জানাজায় মানুষের ঢল নামলে আবেগের ভাষা খুঁজে পাননি অনেকেই। সেই আবেগই ছুঁয়ে গেছে অভিনেতা সিয়াম আহমেদ-এর ফেসবুক পোস্টেও। জানাজার লাখো মানুষের স্রোতের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি-কাঁদিবে ভুবন।”
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে শ্রদ্ধা ও ভালোবাসায় ভাসে প্রাঙ্গণ।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার আশায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হলেও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তিনি ইন্তেকাল করেন। আদর্শের দীপ্তি রেখে চিরবিদায় নিলেন হাদি