1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

৪৩৭ রানের পাহাড় সমান তাড়া করতে নেমে দিনশেষে পাঁচ উইকেটের পতন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ মে, ২০২১

বাংলাদেশের জন্য ৪৩৭ রানের পাহাড় সমান লক্ষ্য। তাড়া করতে নেমে যেন একটু বেশিই তাড়াহুড়ো করলো বাংলাদেশের ব্যাটসম্যানরা। ফলাফল দিনশেষে পাঁচ উইকেটের পতন। ফিরে গেছেন তামিম-সাইফ-নাজমুল-মুমিনুল ও মুশফিকুর রহিম। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৭৭ রান। এখনও দরকার ২৬০ রান। পাহাড়সম রান তাড়া করতে নেমে টাইগারদের শুরুটা ভালো হয়নি।
দলীয় ৩১ রানেই সাজঘরে ফিরে গেছেন তামিম ইকবাল। ভালোই খেলতে থাকা সাইফ হাসান ৪৬ বলে ৩৪ রান করে ফিরেছেন অপ্রয়োজনীয় শট খেলে।দিনের খেলা ১২ ওভার বাকি থাকতেই খেলা বন্ধ করে দিতে বাধ্য হন আম্পায়াররা। আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ করে দেওয়া হয়। উইকেটে অপরাজিত আছেন লিটন দাস ১৪ রান নিয়ে। এছাড়া ৪ রান নিয়ে মেহেদী হাসান মিরাজ রয়েছেন তার সঙ্গে।
এদিকে লঙ্কানদের হয়ে প্রথম ইনিংসে একাই ৬ উইকেট নেওয়া অভিষিক্ত বাঁহাতি স্পিনার প্রবীন জয়াবিক্রম দ্বিতীয় ইনিংসেও উজ্জ্বল। ধারাবাহিকতা বজায় রেখে ২টি উইকেট তুলে নিয়েছেন তিনি। এছাড়া ৩টি উইকেট নিয়েছেন অফস্পিনার রমেশ মেন্ডিস।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews