ঢাকার কেরানীগঞ্জে ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। রবিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রতনের খামার এলাকায় এ ঘটনা ঘটে। পরে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক সাক্রাতুল ইসলাম ডিবি পুলিশের বরাত দিয়ে জানান, দুই দল ডাকাত ওই এলাকায় একই সাথে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন খবরে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে ডিবি পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাতদল পিছু হটে। ঘটনাস্থলে গুলিবিদ্ধ এক ডাকাতের লাশ সেখানে পরে থাকতে দেখি। তবে ডাকাত কার গুলিতে মৃত্যুবরন করেছে তা সঠিক করে বলতে পারেনি পুলিশ। নিহত ডাকাতের পরনে কালো রঙ্গএর জিন্সপ্যান্ট ও ফুল হাতা গেঞ্জি কোমরে বাঁধা ছিলো। ঘটনাস্থল থেকে গুলির খোসা, দুটি রাম দা ও লাঠিসোঁটা উদ্ধার করা হয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।