1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

বাফুুফে সভাপতির আপত্তিকর মন্তব্য ঠিক হয়নি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ মে, ২০২৩

সাংবাদিকদের নিয়ে বাফুফে সভাপতির মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। শনিবার (৬ মে) বিকালে রাজধানীর শহীদ ক্যাপ্টেন (অব.) মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে বঙ্গবন্ধু আইএইচএফ টুর্নামেন্টের লোগো উন্মোচনের পর তিনি এ কথা জানান।

সোহাগ কাণ্ডের পর, সাংবাদিকদের নিয়ে বাফুুফে সভাপতির আপত্তিকর মন্তব্য। এমন সব নেতিবাচক কারণে আলোচনায় এখন দেশের ফুটবল ফেডারেশন। সমালোচনার ঝড় চারদিকে।

সেই তালিকায় এবার আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ফুটবল অভিভাবকের এমন কাণ্ডে রীতিমতো হতাশ তিনি।

শনিবার (৬ মে) বিকালে শহীদ ক্যাপ্টেন (অব.) মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে বঙ্গবন্ধু আইএইচএফ টুর্নামেন্টের লোগো উন্মোচনের পর বাফুফের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হোন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এ সময় তিনি বলেন, সাংবাদিকরাই আমাদের ক্রীড়াঙ্গনের সকল খবর ঘরে ঘরে পৌঁছে দেয়। সেই সাংবাদিকদের নিয়ে এমন মন্তব্য খুবই নিন্দনীয়। এই কথা অফ বা অন দ্য রেকর্ড নয়। ঘুমিয়েও মানুষ বলতে পারে না।

তিনি আরও বলেন, মন্ত্রী দোষ করলে তার পরিবার বা কোনো সাংবাদিকের ভুল হলে তার পরিবার নিয়ে মন্তব্য করার অধিকার কারো নেই। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আগামী ১৪ মে প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ক্রীড়াঙ্গনের বিভিন্ন প্রকল্পের পাশে ফুটবলের সংকট নিয়েও কথা হতে পারে।

এদিকে, দুর্নীতির দায়ে ফিফার নিষেধাজ্ঞায় পড়ার তিন সপ্তা পর আবু নাঈম সোহাগ আন্তর্জাতিক ক্রীড়া আদালতের আপিল করেছেন। নিজেকের নির্দোষ প্রমাণ করতে না পারলে অন্য কোন শাস্তির মুখেও পড়তে পারেন বাফুফের সাবেক এই সাধারণ সম্পাদক।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews