1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওসমান হাদির বিদায়ে শোক ও শ্রদ্ধায় স্তব্ধ দেশ কেরানীগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাত মামলায় যুবদল নেতা দেলোয়ার গ্রেপ্তার বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীর জন্মদিনে শুভেচ্ছার বন্যা কেরানীগঞ্জে কুখ্যাত ডাকাত বিগশো গ্রেফতার কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ নারীসহ ৮ কারবারি আটক ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির শাপলা প্রতীক নিয়ে সুরাহা না হওয়ায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতি “স্টার অ্যাওয়ার্ড“ পেলেন অ্যাড: মোঃ ফারুক হোসেন তপাদার নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র,আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা : প্রধান উপদেষ্টা লুঙ্গি গামছা পড়ে ছদ্মবেশে পুলিশ, ডাকাত সর্দার গ্রেফতার

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ মে, ২০২৩

নিজস্ব সংবাদদাতা: সম্মেলনের ১৪ মাস পরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি শাহিন আহমেদ ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন ও নসরুল হামিদ বিপু (এমপি) কে সাধারণ সদস্য করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি বেনজীর আহমেদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ স্বাক্ষরিত ৭ মে শনিবার এ কমিটি দেয়া হয়। উক্ত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মাস্টার সহ ২৭ জনকে উপদেষ্টা রাখা হয়েছে। সহ-সভাপতি হাজী ইকবাল হোসেন (চেয়ারম্যান) সহ ৯জন। যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মৃধা, হারুন অর রশিদ পিন্টু, হাজী মোঃ রনি। আইন বিষয়ক সম্পাদক এডভোকেট অনুপ কুমার সাহা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী মৃধা, তথ্য গবেষণা সম্পাদক এডভোকেট সালেহ আহমেদ, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক তোফাজ্জল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী ফরিদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এইচ এমন অহিদুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার অলিউর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইউনুস সরদার, যুব ও ক্রীড়া সম্পাদক নাসরিন পপি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম লিটন , শ্রম সম্পাদক হাজী মোঃ জাহাঙ্গীর, সাংস্কৃতিক সম্পাদক আমান উল্লাহ মন্টু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম বাদল, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, জুনায়েদ সরোয়ার, সোহেল রেজা। সহ দপ্তর সম্পাদক লুৎফর রহমান সেলিম, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাউদ্দিন, কোষাধ্যক্ষ হাজী আসলাম প্রমুখ।

উল্লেখ্য, গত বছরের ৩০ মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে শাহীন আহমেদ দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও ম ই মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ সময় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ এমপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews