1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনাকে আর রাজনীতি করতে দেয়া হবে না: ফখরুল যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু, আহত ২ জামায়াতের আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন, বাসায় ফিরবেন ৭ দিনের মধ্যে কেরানীগঞ্জে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের বেল প্রদান ও কারাতে প্রদর্শনী মিটফোর্ড হাসপাতালের পকেট গেট খুলে দেয়ার দাবিতে মানববন্ধন হৃদরোগে আক্রান্ত জামায়াত আমির, বাইপাস সার্জারির পরামর্শ ঢাকা জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি কেরানীগঞ্জের  রাজধানীর ফার্মগেটে দোতলা বাসের এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে ধাক্কা গাজামুখী মানবিক সহায়তাবাহী জাহাজ ‘হানদালা’-তে ইসরায়েলি হামলা

কে এই বৃদ্ধ অভিনেতা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ জুন, ২০২৩

আসছে ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। হিমেল আশরাফের পরিচলনায় গতকাল মঙ্গলবার এই সিনেমায় শাকিবের একটি নতুন লুকের ছবি প্রকাশ করা হয়। যেখানে ৮০ বছরের বৃদ্ধের রূপে সামনে এসেছেন শাকিব খান। লুকটি প্রকাশের ঘন্টাখানের মধ্যেই তা ভাইরাল হয় নেটদুনিয়ায়। ভক্তদের পাশাপাশি ৮০ বছরের শাকিবকে দেখে অবাক হয়েছেন তারকা শিল্পীরাও।

গতকাল সন্ধ্যায় শাকিবের নতুন লুকটি প্রকাশের পর এখন পর্যন্ত এটি নায়কের ফেসবুক থেকেই শেয়ার হয়েছে ৫ হাজারের বেশি। আর সেখানে মন্তব্য পড়েছে ২৭ হাজার। এটি তো শুধুমাত্র শাকিবের ফেসবুকের কথা। লুকটি বিভিন্ন গ্রুপে আর তারকা শিল্পীরাও শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন দু’চার কথা।

শাকিবের এমন লুকের প্রশংসা করেছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, এস এ হক অলিক, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও নির্মাতা সানী সানোয়ার, দীপঙ্কর দীপন, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, সংগীত পরিচালক ইমন সাহা, অভিনেত্রী অঞ্জনা রহমান, নিপুণ, মাহিয়া মাহি, ইয়ামিন হক ববি, সাইমন সাদিক, ইমন, নিরব, শাহরিয়ার নাজিম জয়, নির্মাতা সৈকত নাসির, সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, কোনাল, তানজীব সারোয়ারসহ অনেকেই।

সন্ধ্যার পর থেকেই ফেসবুক দাপিয়ে বেড়াচ্ছে বৃদ্ধ শাকিবের ছবি। অনেকের মতে, শাকিবের কোনো সিনেমার পোস্টার এত বেশি শেয়ার হয়নি। যা হয়েছে ‘প্রিয়তমা’র এই লুকটি। আর এখন পর্যন্ত সবাই বৃদ্ধ শাকিবের প্রশংসা করছে। যা শাকিবের অন্য সকল লুকের থেকে অনেকটাই এগিয়ে।

শাকিবিয়ানরাও এমন লুক দেখে রিতিমত অবাক। তাদের কথায়, ফেসবুকে ঝড় উঠেছে শাকিব খানের এই লুকটি প্রকাশের পর। এটাই শাকিব খানের সবচেয়ে বড় পাওয়া। আর যারা ‘প্রিয়তমা’র ফার্স্ট লুকটি দেখার পর কথা তুলেছিল, তারাই এখন শাকিবের প্রশংসা করছে। এটা শাকিবের জন্যও বড় পাওয়া।

শাকিবের সঙ্গে প্রশংসিত হচ্ছে নির্মাতা হিমেল আশরাফও। আর এই নির্মাতার এক বাক্য, ‘এই শাকিব খানকে কেউ দেখেনি আগে। সিনেমা হলে দেখা হবে।’ সবমিলিয়ে ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।

আরশাদ আদনানের প্রযোজনায় রোম্যান্টিক-অ্যাকশন ধাঁচের এই সিনেমার গল্প লিখেছেন প্রয়াত নাট্যকার ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়াও এতে অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ অনেক।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews