1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন

হোয়াইটওয়াশ এড়াল টাইগাররা শেষ ম্যাচে জয়

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

বুড়িগঙ্গা টিভি অনলাইন ডেস্ক: প্রায় ৯ বছর আগে সর্বশেষ ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ দল। ২০১৪ সালে টাইগারদের হোয়াইটওয়াশ করে লঙ্কানরা। দীর্ঘদিন পর আবারও সেই লজ্জায় ডুবতে যাচ্ছিল বাংলাদেশ দল। তাও আফগানিস্তানের সঙ্গে।

তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত ক্রিকেট খেলে ওই শঙ্কা উড়িয়ে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। এতে ২-১ এ শেষ হয় চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজটি।

বিশ্বকাপে চোখ রাখা বাংলাদেশের ব্যাট হাতে কখনও ভালো কখনও খারাপ সময় গেছে। কিন্তু বিগত বছরগুলোতে বোলিং আক্রমণে ধারাবাহিক ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তারাই আফগানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ভুলে যাওয়ার মতো বোলিং করেছে।

তবে মঙ্গলবার (১১ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে ভেতরের বারুদ দেখিয়েছেন শরিফুল-তাসকিনরা। তাদের বোলিং তোপে মাত্র ১২৬ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান।

১২৭ রানের জবাবে ২৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews