1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন

সোনারগাঁও থেকে খাবার এনে গয়েশ্বরকে খাওয়ালেন হারুন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

অনলাইন ডেস্ক:সোনারগাঁও থেকে খাবার এনে গয়েশ্বরকে খাওয়ালেন ডিবি প্রধান হারুন।

রাজধানীর ধোলাইখালে বিএনপির কর্মসূচি চলাকালে পুলিশের হাতে আটক হন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে সেখান থেকে গাড়ি করে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে।

এর আগে ডিবি কার্যালয়ে গয়েশ্বর চন্দ্র রায়কে রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে খাবার এনে খাওয়ান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। শনিবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ৩টায় এ কথা জানান তিনি।

 

ডিবি প্রধান জানান, রাজধানীর ধোলাইখাল মোড়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ করে ইটপাটকেল ছোড়েন। তাদের ধাওয়া দিলে গয়েশ্বর চন্দ্র রায় রাস্তায় পড়ে যান। এ সময় নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেলে তিনি আহত হন। পুলিশ তাকে সেভ করতে গাড়িতে করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। পরে তাকে গাড়ি করে নয়াপল্টনে পৌঁছে দেওয়া হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews