1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাত মামলায় যুবদল নেতা দেলোয়ার গ্রেপ্তার বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীর জন্মদিনে শুভেচ্ছার বন্যা কেরানীগঞ্জে কুখ্যাত ডাকাত বিগশো গ্রেফতার কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ নারীসহ ৮ কারবারি আটক ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির শাপলা প্রতীক নিয়ে সুরাহা না হওয়ায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতি “স্টার অ্যাওয়ার্ড“ পেলেন অ্যাড: মোঃ ফারুক হোসেন তপাদার নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র,আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা : প্রধান উপদেষ্টা লুঙ্গি গামছা পড়ে ছদ্মবেশে পুলিশ, ডাকাত সর্দার গ্রেফতার ছাত্রীর সাথে তার বয়ফ্রেন্ডের সম্পর্কে টানাপোড়েন ঘটনায় খুন জবি ছাত্রদল নেতা জুবায়েদ

রাস্তায় গাছ ফেলে ডাকাতি করতো তারা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ১৫ সদস্যকে গ্রেপ্তার করেছে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ ।

গ্রেপ্তারকৃতরা হলো: মোঃ স্বপন হাওলাদার, মোঃ মাসুদ হাওলাদার,মোঃ রাকিব ওরফে রকিব সরদার, মোঃ রিপন মৃধা, মোঃ আকাশ, মোঃ রুবেল সরদার, রাজন মিয়া, মোঃ ফারুক খান, হেলাল বেপারী, মোঃ রেজাউল, মোঃ রনি কাজী, টিপু হাওলাদার, মোঃ সোহেল, মো: মামুন সিকদার, মোঃ রাজিব হোসেন।

(২৪ সেপ্টেম্বর) রবিবার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের জানান পুলিশ সুপার আসাদুজ্জামান।

পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, গত ১১ সেপ্টেম্বর রাত ১ টার দিকে সুন্দর আলী নামে এক অটো রিকশা চালক দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাপুর স্ট্যান্ড থেকে তার পরিচিত যাত্রী হাফেজ মোঃ নুরুল ইসলামকে নিয়ে চরগুলগুলিয়া যাওয়ার পথে বাহাদুর ভিটার সামনে পৌছাইলে দেখে যে রাস্তার উপর গাছ কেটে বেরিকেট দিয়ে ডাকাতদল সুন্দর আলীসহ তার গাড়িতে থাকা নুরুল ইসলামকে গলায় রামদা ধরে রাস্তার উপর থেকে রাস্তার নিচে নিয়ে বেধে ফেলে এলোপাথারী মারধর শুরু করে। এসময় সুন্দর আলীর সাথে থাকা নগর টাকা, একটি স্যামস্যাং মোবাইল ফোন ও হাফেজ নুরুল ইসলাম এর কাছে থাকা নগদ ২৫ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে নেয়। ডাকাতদল নগদ টাকা ও তাদের ব্যবহৃত মোবাইল ফোন নেওয়ার পর তাদেরকে হাত, পা, মুখ বাধা অবস্থায় ফেলে রেখে অটোরিকশা নিয়ে চলে যায়।

তিনি আরও বলেন, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ডাকাতির মামলা দায়ের করেন। অতিরিক্ত পুলিশ সুপার, কেরানীগঞ্জ সার্কেল এর নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি চৌকস টিম ঘটনাস্থলের বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা এবং প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে ডাকাতির ঘটনায় জড়িত সংঘবদ্ধ ডাকাতদলকে কেরানীগঞ্জ মডেল থানাধীন আটিবাজার, জিনজিরা এবং মোহাম্মদপুর, হাজারীবাগ, কামরাঙ্গীরচর, লালবাগসহ ডিএমপির বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে গাছ ফেলে রাস্তায় ডাকাতদলের আন্তঃজেলা ডাকাত চক্রের ১৫ সদস্য গ্রেপ্তার করে।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews