1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন

যে কারণে বন্ধ ঘোষণা করা হয় সেলিব্রিটি ক্রিকেট খেলা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

ডেস্ক নিউজ: দেশের শোবিজ তারকাদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হয় সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)।

গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে বসে আট দলের টুর্নামেন্টটি। তবে এক অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে স্থগিত হয়ে গেলে টুর্নামেন্টটির পরবর্তী কার্যক্রম।

গ্রুপ পর্বের ম্যাচ চলাকালীন দুই দলের সতীর্থদের মারামারি ও হাতাহাতির ঘটনায় সাময়িক স্থগিত করা হয়েছে শোবিজ তারকাদের টুর্নামেন্টটি।

আজ (৩০ সেপ্টেম্বর) টুর্নামেন্টটির সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবার কথা ছিল।

শনিবার সন্ধ্যায় মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টটি স্থগিত হওয়ার কথা জানায় সিসিএল আয়োজক কমিটি।

তারা বলেন, গতকালের ঘটনায় অনেকেই আহত হয়েছে যাদের সুস্থ হতে কিছুদিন সময় লাগবে। তাছাড়া যে দলগুলো রয়েছে তাদের অনেকেই এখন খেলতে অসম্মতি জানাচ্ছেন। যে কারণে সাময়িকভাবে খেলা স্থগিত থাকবে।

আয়োজক কমিটি আরও বলেন, পুরো টুর্নামেন্ট আবার নতুন করে শুরু হবে কি না বা যেখানে খেলা শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে-এসব বিষয়ে বিস্তারিত খুব শিগগিরই জানানো হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews