Warning: Creating default object from empty value in /home/burigangatv/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
কেরানীগঞ্জে শুভাঢ্যা খালের পুনঃ-খনন কাজের উদ্বোধন - বুড়িগঙ্গা টিভি কেরানীগঞ্জে শুভাঢ্যা খালের পুনঃ-খনন কাজের উদ্বোধন - বুড়িগঙ্গা টিভি
  1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৫ মে ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসনাত আবদুল্লাহর গাড়ি যানজটে আটকে থাকা অবস্থায় হামলার ঘটনা ঘটে: পুলিশ জুনায়েদ হত্যাকাণ্ডের শাস্তির দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেরানীগঞ্জে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার বিশ্ব বাজারে স্বর্ণের দাম উঠা নামা করার পর দেশে কেমন মূল্য বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার আজ মে দিবস, দিনটি আসে-যায় ভাগ্য পরিবর্তন হয়না শ্রমিকের জামায়াত ক্ষমতায় এলে নারীরা সম্মান নিয়ে কাজ করতে পারবে : ডা. শফিকুর রহমান ৭ দিন ধরে থানায় অনুপস্থিত পালং মডেল থানার পরিদর্শক মাসুদুর রহমান দীপ্ত টিভির সংবাদ বিভাগ তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা

কেরানীগঞ্জে শুভাঢ্যা খালের পুনঃ-খনন কাজের উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে শুভাঢ্যা খালের পুনঃ-খনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকাল ১১টায় গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এই খনন কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় কেরানীগঞ্জ প্রান্তে প্রধানমন্ত্রীর পক্ষে নামফলক উন্মোচন করেন স্থানীয় সংসদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

সুধী সমাবেশে বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ

পানি উন্নয়ন বোর্ডে কর্তৃক প্রায় ১৭শ কোটি টাকার প্রকল্পের প্রথম ধাপে প্রায় ৩১৭ কোটি টাকা ব্যয়ে ১৪ কিলোমিটার খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ, খাল পুনঃ খনন ও ওয়াকওয়ে নির্মাণ করা হবে।

খাল খনন কাজের উদ্বোধন উপলক্ষে বুড়িগঙ্গা নদীর পাড়ে শুভাঢ্যা তেলঘাট এলাকায় এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সল বিন করিমের সভাপতিত্বে শুধু সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
এ সময় মন্ত্রী তার বক্তব্যে অভিযোগ করে বলেন, বিএনপি-জামাত জোট শুভাঢ্যা খালের উপর জোড়পূর্বক মার্কেট নির্মাণসহ অনেক জায়গা দখল করে ফেলেছে। দখলদার মুক্ত করে খালের নাব্যতা ফিরিয়ে বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী পর্যন্ত নৌপথ উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। নদীপথে চলাচল শুরু হলে রাস্তার চাপ অনেক অংশে কমে যাবে। মাওয়া রাস্তার বিকল্প হিসেবে যাতে মানুষ এই খাল দিয়ে চলাচল করতে পারে এবং সদরঘাটের খুব সহজেই আসতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করছি। জনগণের কল্যাণই এ প্রকল্পের মুল উদ্দেশ্যে।
তিনি আরো জানান, এখন প্রথম ধাপের কাজ শুরু হচ্ছে। পুরো প্রকল্প শেষ হতে তিন থেকে চার বছর সময় লাগতে পারে।

এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী সারাদেশে ৮০টি প্রকল্পের মাধ্যমে মোট ৪৩০টি নদী খাল ও জলাশয় খনন কাজের উদ্বোধন করেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews