1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন

বাবা মা কে নিয়ে ওমরাহ পালনের জন্য সৌদি আরব পলাশ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক: বাবাকে সঙ্গে নিয়ে ওমরাহ পালন করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। গতকাল বুধবার (১৩ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে বাবা-মায়ের সঙ্গে মক্কা শরীফের সামনে দাঁড়ানো একটি ছবি পোস্ট করে পলাশ ক্যাপশনে লেখেন, ‘আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। বাবা মা-কে সঙ্গে নিয়ে ওমরাহ পালন করলাম। আলহামদুলিল্লাহ।’

ব্যক্তিজীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করেন পলাশ। মাস কয়েক আগেই তাবলিগ জামাতে সময় দিতে দেখা গিয়েছিল তাকে।

পলাশ দর্শকদের মাঝে হাস্যরসাত্মক চরিত্রের জন্য বেশ জনপ্রিয়। ব্যাচেলর পয়েন্ট নাটকে তিনি ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে বিশেষ করে তরুণদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেন। এ ছাড়াও ফ্যামিলি ক্রাইসিস নাটকে ‘পারভেজ’ নামে বেশ পরিচিত হয়ে উঠেন।

এ ছাড়া পলাশ বেশ কিছু নাটকও পরিচালনা করেছেন। এর মধ্যে রয়েছে: ফ্রেন্ডস উইথ বেনিফিট (২০১৮), সারপ্রাইজ (২০১৯), একটুখানি (২০২১), রিভেঞ্জ (২০২১), ব্যাড-ব্যাজ (২০২২), দ্যা কিডনাপার (২০২২) ইত্যাদি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews