1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লন্ডনে উড্ডয়নের পরপরই বিমান বিধ্বস্ত সবাই নিহত প্রায় ১ কোটি ১০ লক্ষ ভোটার প্রবাসী, তাদের ভোট নিশ্চিত করতে হবে: জামায়াত মিটফোর্ড হাসপাতালের সামনে জনসম্মুখে ব‍্যবসায়ী হত‍্যার ঘটনায় গ্রেপ্তার ৪ ফেনীর পরশুরাম ও ফুলগাজী’র পর প্লাবিত হয়েছে ছাগলনাইয়া ও সদর উপজেলার বিভিন্ন গ্রাম এসএসসিতে কেরানীগঞ্জে অনেক ভাল প্রতিষ্ঠানে খারাপ ফলাফল করেছে ২০২৫ সালে এসএসসিতে ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে ১৭ বছর ত্যাগের রাজনীতি, ত্যাগ-তিতিক্ষার প্রতীক ফরিদ খানের গল্প কেরানীগঞ্জের ঝিলমিল এলাকা থেকে প্রবাসীর মৃতদেহ উদ্ধার জুলাই সনদ কি, কেনো এত আলোচনা কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে চালক নিহত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

বিরামমপুর (দিনাজপুর): দিনাজপুরের বিরামপুরে ঘনকুয়াশার নিয়ন্ত্রণ হারিয়ে তুশবাহী ট্রাক উল্টে রুবেল হোসেন (৪০) নামের এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এঘটনায় আরও মোটরসাইকেল চালকসহ তিন পথচারী আহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে এগারোটায় দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর ফায়ার স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক রুবেল হোসেন দিনাজপুর সদর উপজেলার বড়ইল মোল্লাপাড়া এলাকার লতি মঙ্গুল ছেলে। আহতরা হলেন, ট্রাক চালকের সহকারী সদর উপজেলার শফিকুল ইসলাম (১৮) বিরামপুর উপজেলা পলিখাপুর এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে নুরনবী (২৫) এবং ফজলুল হকের ছেলে মোস্তাফিজুর রহমান (৪৮)।

চালকের সহকারী শফিকুল ইসলাম জানান, রাতে ট্রাক বোঝাই ধানের তুশ নিয়ে বগুড়ার শেরপুরে যাচ্ছিলাম। রাস্তায় ঘন কুয়াশা থাকায় একটি মোটরসাইকেল কে পাশ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এ সময় ট্রাকের চালক পাশের একটি দেয়ালে ট্রাকসহ চাপা পড়ে। পরে ফায়ার স্টেশনের লোকজন এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক চালকে মৃত্যু ঘোষণা করেন।

বিরামপুর ফায়ার স্টেশনের কমান্ডার হিশি কান্ত রায় জানান, ‘ঘনকুয়াশার কারণে সড়ক দুর্ঘটনার খবরে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। পরে ফুলবাড়ী থেকে একটি উদ্ধারকারীদল এসে আমাদের কাজে যোগদেন। দুটি দল মিলে উদ্ধার কাজ চালানো হয়। ট্রাকে চাপা পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ট্রাকের চালক মারা গেলেও বাকি ৩ জন আহত হয়।’

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার জানান, ‘রাতে মহাসড়কে ধানের তুষ বোঝায় একটি ট্রাক উল্টে চালক নিহত হয়। এ ঘটনায় তিনজন আহত হয়ে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। মরদেহ উদ্ধার করা হয়েছে।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews