1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

ছিনতাই জাহাজ নিয়ে সবশেষ অবস্থা জানালো সোমালী পুলিশ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

ডেস্ক নিউজ: বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ এবং জিম্মি ২৩ নাবিককে জলদস্যুদের কবজা থেকে মুক্ত করতে সোমালি পুলিশ এবং আন্তর্জাতিক নৌবাহিনী অভিযান পরিচালনার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে সোমালিয়ার পান্টল্যান্ড অঞ্চলের পুলিশ। দেশটির স্বায়ত্বশাসিত পান্টল্যান্ড অঞ্চল জলদস্যুদের অভয়ারণ্য হিসেবে মনে করা হয়। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নৌবাহিনীর সদস্যরা জলদস্যুদের নিয়ন্ত্রণে থাকা মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুয়েনে সফল অভিযান চালিয়ে ১৭ ক্রুকে অক্ষত অবস্থায় উদ্ধার করার পর এবার এমভি আবদুল্লাহ উদ্ধারে অভিযানের পরিকল্পনা চূড়ান্ত করেছে।

পান্টল্যান্ড অঞ্চলের পুলিশ, বিভিন্ন দেশের নৌবাহিনীর সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ের যে অভিযানের কথা বলছে, তাতে কোন কোন দেশের বাহিনী থাকছে, তা স্পষ্ট করেনি।

পান্টল্যান্ড এলাকার পুলিশ বাহিনী বলেছে, এমভি আবদুল্লাহকে জিম্মি করে রাখা জলদস্যুদের বিরুদ্ধে আন্তর্জাতিক নৌবাহিনীর অভিযানের একটি পরিকল্পনা তারা জানতে পেরেছে। সে কারণে তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং অভিযানে অংশ নিতে সম্মতি জানানোর পাশাপাশি প্রস্তুতিও নিয়েছে।

আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে গত ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে ২৩ বাংলাদেশি নাবিকের সবাইকে জিম্মি করে। জাহাজটি সোমালিয়া উপকূলে নোঙ্গর করলেও পরবর্তীতে একের পর এক অবস্থান পরিবর্তন করতে থাকে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews