1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ অপরাহ্ন

আগামী নির্বাচনে ভোটার উপস্থিতি আরও বাড়বে: পররাষ্ট্রমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ মে, ২০২৪

ডেস্ক নিউজ: সামনের নির্বাচনে ভোটার উপস্থিতি আরও বাড়বে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, মানবাধিকার পরিস্থিতি কোথাও পারফেক্ট নেই। আমেরিকায় ফিলিস্তিনের পক্ষে আন্দোলনরত আড়াই হাজার ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘন হওয়ায় ইউরোপে বিক্ষোভ হচ্ছে। শুক্রবার (১০ মে) বিকেলে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ভালো আছে বলে জানিয়েছে তিনি বলেন, অনেক ক্ষেত্রে ইউরোপ-আমেরিকার চেয়েও সেটা ভালো। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেটা আরও ভালো হয়েছে। অথচ এখানে কেউ ধাওয়া খেলেও আমেরিকার বিবৃতি দেয়।

উপজেলা নির্বাচন নিয়ে ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচনে ৩৫ শতাংশের বেশি ভোট পড়েছে। যেভাবে বর্জনের ডাক দেয়া হয়েছে, তারপরও ভোটের এই হার আমি মনে করি সন্তোষজনক। কোনো সহিংসতা হয়নি। আশা করি, সামনের নির্বাচনগুলোতে ভোটারদের অংশগ্রহণ আরও বাড়বে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews