1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে চলমান রেলওয়ে প্রকল্পে দুই বাংলাদশীকে কুপিয়ে আহত করেছে চাইনিজ নাগরিক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ মে, ২০২১

রাজধানীর কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া রেলওয়ে প্রকল্পের কাজে নিয়াজিত এক চাইনিজ নাগরিক কুপিয়ে আহত করেছে দুই বাংলাদশী শ্রমিককে । আহতরা হলেন প্রকল্পের শ্রমিক আব্দুল্লাহ (২৬) ও হায়দার (২৭)।
গত ২৭মে বৃহস্পতিবার রাত ৮টার দিকে প্রকল্পের কোন্ডা অফিসে এ ঘটনা ঘটে। অভিযুক্ত চাইনিজ নাগরিকের নাম মিষ্টার ও ওয়াং। তিনি ঢাকা-মাওয়া রেলওয়ে প্রকল্প ফোরম্যান হিসাবে কর্মরত।

জানা গেছে , শ্রমিকদের বেতনভাতা মিষ্টার ও ওয়াং দিয়ে থাকেন। শুক্রবার তারা বেতন আনতে ওয়াংয়ের কাছে যান। এসময় তিনি মোট বেতনর চেয়ে কম টাকা তাদের দিতে চান। এনিয়ে তাদর মধ্যে কথা কাটাকাটি হলে মিষ্টার ও ওয়াং চাপাতি দিয়ে আব্দুল্লাহকে কোপ দেয়। আব্দুল্লাহ হাত দিয় আটকানার চেষ্টা করলে তার ডান হাতর ৩টি আঙ্গুল কেটে যায়। এসময় হায়দার বাধাঁ দেয়ার চেষ্টা করলে তাকেও চাপাতি দিয়ে কোপ দেয় ওয়াং। তার কাধের নিচে পিঠের অংশে কোপ লাগে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতাল ভর্তি করে।

দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি শুনছি। তবে আহতদের কাছ থেকে এখনো লিখিত কোন অভিযােগ পাইনি। অভিযােগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews