1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

নেত্রকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ জুন, ২০২৪

নিজস্ব সংবাদদাতা: জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোনায় একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। শনিবার (৮ জুন) দুপুর থেকে উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকায় চারদিকে উঁচু প্রাচীরঘেরা দ্বিতল বাড়িটির চারপাশে অবস্থান নেয় পুলিশের একটি দল। তাদের ধারণা, ওই বাড়িতে জঙ্গি প্রশিক্ষণের জন্য ব্যবহার করা অস্ত্র ও বোমা থাকতে পারে। এরই মধ্যে কিছু সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে পুলিশ।

গেল শুক্রবার রাতেই গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম শনিবার (৮ জুন) দুপুরে প্রাথমিক তল্লাশি চালায়। এ সময় একটি ভারতীয় পিস্তল, ১৭ রাউন্ড গুলি, একটি ডামি একে-৪৭ বন্দুক উদ্ধার করে। তবে বাড়ির ভেতরে বোমা থাকতে পারে ধারণায় ময়মনসিংহ থেকে বোমা নিষ্ক্রিয়করণ টিম এসেছে।

স্থানীয়রা জানান, বাড়িটিতে মহিলা ও শিশু রয়েছে। পুরুষ জঙ্গি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নেত্রকোণার পুলিশ সুপার ফয়েজ আহমেদ ঘটনাস্থল থেকে জানান, বাড়ির মালিক হচ্ছেন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ড. আব্দুল মান্নান। তার বাড়ি নেত্রকোণার আটপাড়া উপজেলার স্বরমশিয়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে। তবে তিনি গাজীপুরে থাকেন। বাড়িটি দুই বছর আগে আরিফ নামের এক ব্যক্তিকে ভাড়া দেয়া হয়েছে। তবে তাকে পাওয়া যায়নি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews