1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ অপরাহ্ন

কেন্দ্রীয় কারাগারে আটক হাজতির হাসপাতালে মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ জুন, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক সৈয়দ আলম (৫০) এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। মৃত আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার উখিয়া এক নম্বর ক্যাম্প এলাকার মৃত ছমির রহমানের ছেলে।

মঙ্গলবার(২৬ জুন) দিবাগত রাত সাড়ে বারোটায় কারা অভ্যন্তরে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টায় তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ফিরোজা রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, মৃত আলম (হাজতি নং-২৩১১১/২৪) হত্যা মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিল। উন্নত চিকিৎসার জন্য গত ৯ জুন তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। গতকাল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানোর পর সেখানে তার মৃত্যু হয়েছে। মৃতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews