1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

কোপা’র ফাইনাল মাতাবেন শাকিরা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ জুলাই, ২০২৪

বিশ্বব্যাপি ভক্ত ছড়িয়ে আছে পপ তারকা শাকিরা’র  । তার গানগুলো শ্রোতাদের মুগ্ধ করে। শাকিরার ভক্তদের জন্য সুখবর। আগামী রোববার (১৪ জুলাই) অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ। কোপা আমেরিকার ফাইনালের মধ্যবিরতিতে মঞ্চ মাতাবেন এই গায়িকা।

পিঙ্কভিলার প্রতিবেদন থেকে জানা যায়, প্রথমবারের মতো কলম্বিয়ান গায়িকা ফুটবলের এই টুর্নামেন্টে পারফর্ম করবেন। রাত ৮টায় নির্ধারিত ম্যাচের হাফ টাইমে গান গাইবেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফাইনাল ম্যাচ।যেখানে প্রায় ৫৪ হাজার লোক উপস্থিত থাকবেন।

কনমেবলের সভাপতি আলেহান্দ্রো ডোমিনগেজ এক বিবৃতিতে বলেন, শাকিরা একজন অসাধারণ তারকা যিনি সমগ্র বিশ্বকে মুগ্ধ করেছেন। তার গানগুলো সবার প্রিয়। আমরা নিশ্চিত যে কোপা আমেরিকার এবারের আসরে তার গান সবাইকে মুগ্ধ করবে। শাকিরা তার গান দিয়ে সবাইকে সুরের জাদুতে এক করবেন।

অন্যদিকে, চলতি বছরের মার্চ মাসে শাকিরা তার ১২তম স্টুডিও অ্যালবাম ‘লা মুজেরেস ইয়া নো লোরান’ মুক্তি দেন। তার অ্যালবামটি শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews