1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে স্ত্রীকে গলাকেটে হত্যা স্বামী আটক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে হামিদা বেগম (২০) নামের এক গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। এই ঘটনায় ঘাতক স্বামী রুবেল মিয়া (২৯) কে গ্রেপ্তার করা হয়েছে। নিহত হামিদা কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া অলিনগর এলাকার আব্দুল হামিদ মিয়ার মেয়ে।

 

বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরে কলাতিয়া আলিনগর এলাকার নিহতের খালু নাসির উদ্দিনের বাড়ি থেকে কলাতিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

 

নিহতের বড় বোন হ্যাপি আক্তার জানান, পারিবারিকভাবেই আমার খালাতো ভাই রুবেলের সাথে ছোট বোন হামিদার বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে রুবেল কাজকর্ম না করায় তাদের মধ্যে ঝগড়াঝাঁটি লেগেই থাকতো। গত পাঁচ মাস আগে ঝগড়া করে হামিদা বাবার বাড়ি চলে আসে। এরপর থেকে সে এখানেই থাকতো। বৃহস্পতিবার সকালে রুবেল আমাদের বাসায় এসে হামিদার সাথে একান্তে ঘরের ভেতর কথা বলতে চাইলে আমরা রাজি হই। কিছু সময় পার হওয়ার পর হঠাৎ রুবেল ঘর থেকে বেরিয়ে দৌড় দিলে তাকে জাপটে ধরে ঘরে গিয়ে দেখি ছোট বোনের নিথর দেহ পড়ে আছে। রুবেল তাকে ব্লেড দিয়ে হাত পায়ের রগ ও গলা কেটে হত্যা করেছে।

 

কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর তদন্ত খালেদুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী রুবেল কে আটক করা হয়েছে। নিহতের বড় বোন বাদী হয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews