1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সাকিব আল হাসানের নিরাপত্তা বিষয়ে যা বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

ডেস্ক নিউজ: ক্রিকেটার সাকিব আল হাসানের বিষয়ে যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসানকে একজন খেলোয়াড় হিসেবে যতটা নিরাপত্তা দেয়া দরকার তা দেয়া হবে। রোববার (২৯ সেপ্টেম্বর) শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণফোনের লভ্যাংশের চেক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা আসিফ বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে নিজেকেই তার সংশোধন করতে হবে। নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকেই স্পষ্ট করতে হবে।

এর আগে ভারতের বিপক্ষে কানপুরে টেস্টে মাঠে নামার আগের দিন (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান।

আগামী অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেটিই হবে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ। এ বিষয়ে সাকিব সেদিন বলেছিলেন, ‘দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে, সবকিছু অবশ্যই আমার ওপরে না। আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি। তাদের বলা হয়েছে আমার কী পরিকল্পনা। এই সিরিজ আর হোম সিরিজটা আমি ফিল করেছিলাম আমার শেষ সিরিজ হবে, টেস্ট ক্রিকেটে স্পেশালি।’

অন্যদিকে দেশে ফেরার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের সঙ্গে কথা বলেছিলেন সাকিব। বিশেষ করে নিরাপত্তা চেয়েছিলেন তিনি। সাকিব বলেন, ‘আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়। বোর্ড খেয়াল করছে। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত, তারা দেখছেন। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবেন, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব।’

তবে সাকিবের দেশে আসা এবং নিরাপত্তার বিষয়ে বোর্ড সভাপতি ভিন্ন কথা বলছেন। বৃহস্পতিবার গণমাধ্যমকে ফারুক আহমেদ বলেন, ‌‘দেশে সাকিবের নিরাপত্তা দেয়ার বিষয়টি ক্রিকেট বোর্ডের হাতে নেই। তবে সরকার চাইলে নিশ্চিত করতে পারে।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews