1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

কেরাণীগঞ্জে শিশু ধর্ষনের শিকার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ জুন, ২০২১
কেরাণীগঞ্জে ১০ বছরের ভাসমান শিশু ধর্ষনের শিকার হয়েছে। কেরাণীগঞ্জের মডেল থানাধীন জিনজিরার বন্দ ডাকপাড়া এলাকায় মনির মেম্বারের ভাড়াটিয়া ভাড়াতে শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটেছে। ধর্ষিতা শিশু জানান, সে ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় থাকে। লোভ দেখিয়ে শুক্রবার ভোরে হালিম ফকির এর ছেলে টাইগার সিদ্দিক (৩৪) ভাসমান শিশুটিকে ভিক্টোরিয়া পার্ক থেকে কেরাণীগঞ্জের বন্দ ডাকপাড়া মনির হোসেন ওরফে মেম্বারের ভাড়াটিয়া বাড়ীতে নিয়ে আসে। পরে একটি কক্ষে নিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষন করে। ধর্ষনের পরে শিশুটিকে মারধর করে পালিয়ে যায় ধর্ষক। পাশের ঘরের চাঁন মিয়া নামের এক ভাড়াটিয়া মেয়েটিকে উদ্ধার করে তার ঘরে নিয়ে যায়। গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১০ এর কোম্পানী কমান্ডার মেজর ওবায়দুর রহমানের নেতৃত্বে শুক্রবার বিকাল ৪টায় মনির মেম্বারের বাসা থেকে ধর্ষিত শিশুটিকে উদ্ধার করে। র‌্যাব-১০ এর কোম্পানী কমান্ডার মেজর ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করি। শিশুটিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগে ধর্ষক পালিয়ে গেছে। তবে যত দ্রুত সম্ভব ধর্ষককে আইনের আওতায় আনা হবে। ধর্ষকের  নামে আরও একাধিক মামলা রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews