1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন

ছুরিকাঘাতে নিহত চালক, অটোরিকশা নিয়ে পালিয়েছে ছিনতাইকারী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. নয়ন (২৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছে। ছুরিকাঘাতের পর ছিনতাইকারীরা নয়নের অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে ২৩ অক্টোবর (বুধবার) সকাল ৮টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের গোলাম বাজার এলাকায়।

গুরুতর আহত অবস্থায় নয়নকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার নহরী গ্রামের আব্দুল মতিনের ছেলে। পরিবারের সাথে নয়ন গোলাম বাজার এলাকায় ভাড়া বাড়িতে থাকত।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের ফুফাতো ভাই রিফাত হোসেন জানান, প্রতিদিনের মতো আজ ভোরে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হলে সকাল আটটার দিকে গোলাম বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় ৪-৫ জন ছিনতাইকারী পেছন থেকে নয়নকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, বিষয়টা আমরা জানতে পেরেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews