1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাত মামলায় যুবদল নেতা দেলোয়ার গ্রেপ্তার বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীর জন্মদিনে শুভেচ্ছার বন্যা কেরানীগঞ্জে কুখ্যাত ডাকাত বিগশো গ্রেফতার কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ নারীসহ ৮ কারবারি আটক ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির শাপলা প্রতীক নিয়ে সুরাহা না হওয়ায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতি “স্টার অ্যাওয়ার্ড“ পেলেন অ্যাড: মোঃ ফারুক হোসেন তপাদার নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র,আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা : প্রধান উপদেষ্টা লুঙ্গি গামছা পড়ে ছদ্মবেশে পুলিশ, ডাকাত সর্দার গ্রেফতার ছাত্রীর সাথে তার বয়ফ্রেন্ডের সম্পর্কে টানাপোড়েন ঘটনায় খুন জবি ছাত্রদল নেতা জুবায়েদ

ভারত-বাংলাদেশ সীমান্তে পাকিস্তানি মর্টার শেল উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

ডেস্ক নিউজ: ভারত-বাংলাদেশ সীমান্তে মুক্তিযুদ্ধের সময়ের অবিস্ফোরিত অ্যাক্টিভ পাকিস্তানি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। শেলটি ভারতের দিনহাটা দুই নং ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের ঝিকরি বিএসএফ ক্যাম্প সংলগ্ন সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার দিনহাটার চৌধুরীহাট এলাকায় এক কৃষক হিতেন মোদক তার জমি খোঁড়ার সময় লোহার মতো একটি জিনিস দেখতে পান। বাড়ি নিয়ে বস্তুটির গায়ে লেগে থাকা কাদা ধুয়ে ফেললে এসে তিনি দেখতে পান সেটির গায়ে পাকিস্তান লেখা রয়েছে। বিষয়টি বুঝতে পেরে কৃষকটি সঙ্গে সঙ্গে স্থানীয় বিএসএফ চৌকিতে খবর দেন। বিএসএফ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মর্টারটি নিরাপদে মাটির গর্তে রেখে সেটিকে বস্তা দিয়ে ঢেকে রাখেন। পরে স্থানীয় সাহেবগঞ্জ থানায় ও বিন্নাগুরির সেনা বোম স্কোয়াডকে খবর দেয়া হয়।

পরে বুধবার বিন্নাগুরির বোম স্কোয়াড ঘটনাস্থলে এসে মর্টারটি নিষ্ক্রিয় করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মর্টার শেলটি ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। বিএসএফের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি আন্তর্জাতিক সীমানার কাছে হওয়ায় এর সঙ্গে নিরাপত্তাজনিত কোনও সংযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে বাংলাদেশ সীমান্তের কাছে পাকিস্তানি মর্টার শেল উদ্ধারের ঘটনায় বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে অপপ্রচারে নেমেছে ভারতীয় গণমাধ্যম। কলকাতার একাধিক শীর্ষস্থানীয় গণমাধ্যম মুক্তিযুদ্ধের সময়ের অস্ত্র উদ্ধারের ঘটনায় সাম্প্রতিক সময় পাকিস্তান থেকে অস্ত্র আমদানি করা হয়েছে বলে দাবি করেছে।

গেল বছর সিকিমের লোনাক লেক ও ড্যাম বিপর্যয়ের পর ভেসে যায় সিকিমে স্থিত ভারতের দুটি অস্ত্রাগার। সিকিমের পাহাড় থেকে পশ্চিমবঙ্গ এমনকি বাংলাদেশের অংশ ছড়িয়ে পড়ে সেই অস্ত্রের বড় অংশ। সেসব অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা এবং বিএসএফ। এরমধ্যে এবার উদ্ধার হল মুক্তিযুদ্ধের সময়ের পাকিস্তানি অস্ত্র।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews