1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

মারা গেলেন আলোচিত সেই উদ্যোক্তার স্বামী

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৫ জানুয়ারি) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের স্থানীয় সময় রাত ৩টা ৩ মিনিটে মৃত্যু হয়েছে তার। মৃত্যুর বিষয়টি তনি নিজেই নিশ্চিত করেছেন।

এদিন সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে তনি জানান, ‘সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে।’ তার এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়েছে। সেখানে মন্তব্যের ঘরে শোকবার্তা জানাচ্ছেন তনির ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা।

 

এর আগে গত বছরের অক্টোবরে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তনির স্বামী শাহাদাৎ হোসাইন। লাইফ সাপোর্টে ভর্তি করা হয় তাকে। ওই সময় তনি স্বামীর শারীরিক অবস্থা সম্পর্কে ফেসবুকে লিখেছিলেন, ‘জীবনের সব থেকে কঠিন সময় পার করছি, আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। সব কিছু অনিশ্চিত জেনেও আল্লার বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি।’

এ নারী উদ্যোক্তা আরও লিখেছিলেন, ‘আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা। সবাই দোয়া করবেন, আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে।’

তখন আগের এক পোস্টে তনি লিখেছিলেন, ‘আমার হাসবেন্ডের আপডেট―এখনো তেমন রেসপন্স করছে না, আজকে সকালে আমি অনেকবার ডেকেছি, চোখ খুলে নাই। লাইফ সাপোর্টে আছে, ডক্টররা চেষ্টা করছেন। একটু স্টেবল হলে দেশের বাইরে নেয়ার কথা চলছে।’

‘আমি হাসপাতালেই আছি, সানভী সারফারাজ বাসায় আমার মায়ের সঙ্গে আছে। সারফারাজ কিছুই বুঝে না, ছোট বাচ্চা, সে শুধু এতটুকু ফিল করতে পারছে তার ডেডির কিছু হয়েছে, ছেলেটারও জ্বর।’

প্রসঙ্গত, তনির স্বামী একজন সফল ব্যবসায়ী ছিলেন। তাদের স্বামী-স্ত্রীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে যদিও সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বিভিন্ন কটাক্ষের মুখে পড়তে হতো তাদের। এ নিয়ে অবশ্য কথাও বলেছেন এ নারী উদ্যোক্তা। আবার শাহাদাৎ হোসাইন তার দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদ হয়েছে। তারপর ভালোবেসে শাহাদাতকে বিয়ে করেছিলেন তনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews