1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনাকে আর রাজনীতি করতে দেয়া হবে না: ফখরুল যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু, আহত ২ জামায়াতের আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন, বাসায় ফিরবেন ৭ দিনের মধ্যে কেরানীগঞ্জে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের বেল প্রদান ও কারাতে প্রদর্শনী মিটফোর্ড হাসপাতালের পকেট গেট খুলে দেয়ার দাবিতে মানববন্ধন হৃদরোগে আক্রান্ত জামায়াত আমির, বাইপাস সার্জারির পরামর্শ ঢাকা জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি কেরানীগঞ্জের  রাজধানীর ফার্মগেটে দোতলা বাসের এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে ধাক্কা গাজামুখী মানবিক সহায়তাবাহী জাহাজ ‘হানদালা’-তে ইসরায়েলি হামলা

স্বৈরাচারের মূলোৎপাটন করতে হবে: আমান

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
কেরানীগঞ্জ (ঢাকা): অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে পতিত আ.লীগ স্বৈরাচারের দোসররা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক ডাকসু ভিপি ও ঢাকা ২ আসনের সাবেক এমপি আমান উল্লাহ আমান।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার যেন নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে। সেজন্য তাদের মূলোৎপাটন করতে হবে।

শুক্রবার দুপুরে কেরানীগঞ্জের চড়াইল নুরুল হক উচ্চ বিদ্যালয় বার্ষিকক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষ সরকারের কাছে দ্রুত নির্বাচন প্রত্যাশা করছে। এই দেশের আগামীর সরকার হবে জনগণ। জনগণের মত অনুযায়ী দেশ পরিচালিত হবে। হাজার হাজার ছাত্র-জনতার রক্তে নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে জাতি। একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তবর্তী সরকারকে সহযোগিতা করছি এবং করতে চায় বিএনপি।
 তিনি আরো বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। যদি তাদের কারণে মুখ থুবড়ে পড়ে গণতন্ত্র তাহলে আগের মতো অবস্থা হবে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সমস্যা আছে তার জট খুলে ঠিক করতে হবে। দেশের মানুষের মনের কথা জানতে হবে।
আমান উল্লাহ বলেন, স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৬ বছরের শাসন আমলে তাদের নির্যাতনে ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে। অনেক ভাই শহীদ হয়েছে। অনেক ভাইকে আমরা হারিয়েছি। তাদেরকে আমরা স্মরণ করি। সর্বশেষ জুলাই -আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। তাদের রক্তের বিনিময়ে এই নতুন বাংলাদেশ পেয়েছি। তাই এই বাংলাদেশকে আমাদের সামনে এগিয়ে নিতে হবে। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে যুগে যুগে শহীদরা রক্ত দিয়েছে।
চড়াইল নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামসুল হক লিটনের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন এর তত্ত্বাবধানে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র সহ-সভাপতি শামীম হাসান ও সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, বিএনপি নেতা সেলিম রেজা, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ওয়ালী উল্লাহ সেলিম ও কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহ্বায় আসাদুজ্জামান রিপন ও বিএনপি স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews